৪২ ০৭-০৮-২০১৩ ০০:১৮ সর্বশেষ সম্পাদনা করেছেন ফায়ারফক্স (০৭-০৮-২০১৩ ০১:৪৭)
Re: স্মার্ট ফোন কি আসলেই দরকার
আপনার সব যুক্তিই ঠিক আছে কিন্তু কোথায় কেন জিদ্দি মুরগা বলেছিলাম মনে নেই......
সিরিয়াসলি অবশ্যই বলিনাই, আমি সত্যি লজ্জিত
কিন্তু আপনার এই কথা আমি ৬ বছর আগে হলে বিশ্বাস করতাম না বা মানতাম না
কিন্তু আমি প্রথম নোকিয়া এন সিরিজের মোবাইল বের হবার পরেই কিনেছিলাম। তখন এত মেড বাই নকিয়া বা মেড ইন হাঙ্গেরি ক্যাচাল ছিল না...... মেড ইন ফিনল্যান্ড এর মান খুব ভাল ছিল। সেটাই কিনেছিলাম প্রায় ২৩ হাজার দিয়ে......
চিন্তা করলাম মোবাইলে ২ মেগা পিক্সেল ক্যামেরা!!! আবার ফ্রন্ট ক্যামেরা ভিড্যু কল... সাউন্ড ছিল মারাত্বক। একমাসের বেতনের পুরোটাই এই কাজে ব্যয় করেছিলাম ( আমার না বাবার
) কি ভাগ্য ফোন ইউজ করতে করতে ডেড কিন্তু ৩জি আসল না ভিডিও কল হল না ...... এটা কেমন তাও জানলাম না!!!! কি লাভ হয়েছে সেটা কিনে??
এরপরের ফোন নিলাম নোকিয়া ই সিরিজ। সুন্দর স্মুথ ফোন। অনার্সের প্রজেক্টে অনেক হেল্প করেছে ডকুমেন্ড পিডীএফ বিল্টিন ওপেন ইডিট করা যেত। শুধু ওয়াইফাই অ্যার ৩জি এর জন্য এই ঢাউস মার্কা সেট ইউজ করেছি, কিছুদিন আগে আছাড় দিয়ে ইন্তেকালের আগেও কোনদিন ৩জি ব্যবহার হয় নি, শুধু কয়েকবার টিএসসি ও আইডিবিতে ওয়াইফাই ইউজ করেছি...... মোবাইলের লাইফ টাইমে ২ ঘণ্টা নেট ইউজের জন্য ওয়াইফাই, ৩জি কেন বুদ্ধিমানের কাজ না... কিন্তু একটু বেশী দামে বা ভালো কিনলে আজকাল অটো এগুলো এসে যাচ্ছে মানে এসব ফিচার থাকছেই।
এখন ফেরত এসেছি নকিয়া ১২০২ এ কিন্তু গরীব মোবাইলে প্রাইভেসি সমস্যা, কথা বললে এলাকার সবাই শোনে
মাঝে মাঝে মোবাইল থেকে ফোরামে ঢোকা বা ইমেইল পড়া মিস করি তাছাড়া কোন সমস্যাই নাই
Re: স্মার্ট ফোন কি আসলেই দরকার
Re: স্মার্ট ফোন কি আসলেই দরকার
কই জানি একবার ঘুরতে গিয়া জঙ্গলের ভিতরে হারায় গেছিলাম, গুগল ম্যাপ দেইখা দেইখা দুই কিলো হাঁইটা সবচেয়ে কাছের বাসস্টপে গেছি, এর পরে কই নামতে হবে, তারপরে বাস বদলায়া কোন বাসে যাইতে হবে, কতক্ষণ ওয়েট করতে হবে, কয়টায় পৌঁছাব, সব ইনফরমেশন কিন্তু স্মার্টফোনের কল্যাণেই।
প্রতি কলে কানেকশন চার্জ আছে স্টকহোমের প্রায় সব অপারেটরে, "ভাই, কই আছেন, এইখানে, আইচ্ছা আসতেছি" এই জাতীয় কথায় যদি কল দেয়া লাগে মাসের ব্যালেন্স ফুরোতে ম্যাক্সিমাম দশ দিন লাগবে। সেই তুলনায় ভাইবার, স্কাইপ, হোয়াটস অ্যাপে ফ্রী কল/টেক্সট করা যায়।
আমার ব্যাংকের অ্যাপটা লাগে ডেইলি, টাকা পাইছি কি না, ট্যাকা বেশি কাটল কি না, কিংবা আজকে ডলার/ইউরোর রেইট কথা দিচ্ছে ব্যাংক দেখার জন্য।
ক্যামেরার কোন দরকার দেখি না, হুদাই ব্যাটারি নষ্ট।
আর জরুরী ইমেইল করার জন্য দরকার হয়। শপিং মলে প্রাইস চেক করা, কিংবা কোন অফার আছে কি না সেইটা দেখার জন্য লাগে।
আজাইরা অপশনঃ এমপিথ্রি প্লেয়ার/ফেসবুক ইত্যাদি বাসে বইসা টাইম পাস করার জন্য, এইগুলান না হইলে মইরা যামু না। গেমস রাখি না, ভাল্লাগে না।
আর লাইফহ্যাকারের যেই লিংকটা দিছেন, ওইটার কমেন্ট গুলা কাইন্ডলী দেইখেন, সবাই কি কি কইছে।
দ্যাশে নোকিয়া দিয়া কম চলবো, কিন্তু বিদেশে লাইফ ম্যালা কষ্টের হয়া যাইবো।
মাইনসেরে জিগায়া জিগায়া বাসের টাইম জানা লাগবো।
হারায়া গেলে মাইনসেরে জিগায়া রাস্তা চিনা লাগবো।
ব্যাংকের কিছু জানা লাগলে ফিজিক্যালি ব্যাংকে যাইবেন।
ইমেইল করতে হইলে সাইবার ক্যাফে তে যাইবেন, ঘন্টা বিশ ট্যাকা।
প্রাইস চেক করতে হইলে শপিং মলের এই মাথা টু ওই মাথা হাইটা গিয়া কাউন্টারে প্রাইস জিগায়া আইবেন। ম্যালা টাকা থাকলে অফার টফার জানার দরকার নাই, দাম যতই হউক কিন্না ফালাইবেন। আর মাইনসের লগে দশ সেকেন্ড কথা কওনের লাইগা বাংলাদেশি টাকায় দশটাকা খরচ করবেন।
তয়, বাংলাদেশে স্মার্ট ফোন ছাড়াই চলা সম্ভব, রাস্তাঘাটে ঠ্যাক খাওয়ার ডর নাই। সিটিসেল ব্যবহার করতাম, প্রতি সেকেন্ড দেড় পয়সা। ঠ্যাক দিতে আইলে বত্রিশ দাঁত ক্যালায়া বাইর কইরা দিবেন।
Re: স্মার্ট ফোন কি আসলেই দরকার
Re: স্মার্ট ফোন কি আসলেই দরকার
কিনলে মাস দুয়েক অপেক্ষা করেন। আমারে টাকা দিয়ে দিয়েন। ট্যাক্স-ফ্রী রেটে এনে দিবো
Re: স্মার্ট ফোন কি আসলেই দরকার
মুলতঃ কানেক্টিভিটির জন্যই স্মার্ট ফোনটা ব্যবহার করি। মাঝে মাঝে খুব কাজে দেয়।