ফ্লাশ ইউজ করার মানে ছবি অনেকখানি নষ্ট করে ফেলা মনে হয় আমার কাছে, অবশ্য সিচুয়েশন আছে, সেসব জায়গায় ফ্লাশ এক্সট্রা ইনগ্রিডিয়েন্ট এ্যাড করে।
যাইহোক, শামীম ভাইয়ের যেহেতু, জিপিএস+ক্যামেরা দরকার ভাল দরকার, লুমিয়া ৯২০ দেখতে পারেন
কারনগুলো হচ্ছে,
ক) নোকিয়া হেয়ার ড্রাইভ+ সম্ভবত গ্লোবাল টার্ন বাই টার্ন সুবিধা দেয়, এবং ইন্টারনেট ছাড়াই আপনার লোকেশন ট্র্যাক করতে পারবেন জাষ্ট জিপিএস দিয়ে, এন্ড্রয়েড এই কাজ যতদূর দেখেছি পারে না। আর ফুল ম্যাপ অফলাইন ডাউনলোড করে রেখে দিতে পারবেন, কাজেই ক্যাশিং এর যন্ত্রনা নাই। আর, নোকিয়ার সিটি লেন্স বাংলাদেশে কাজ করবে কিনা শিওর না, তবে এইটা একমাত্র নোকিয়ার প্রিমিয়াম জিনিস এবং দুর্দান্ত জিনিস মনে হয়েছে।
খ) লুমিয়া ৯২০ তে যে বিদঘুটেরকম বাজে কাজটা করে রেখেছে নোকিয়া সেটা হচ্ছে ফোনেই OIS (Optical Image Stabilization) ইমপ্লিমেন্ট করে ফেলেছে। এই জিনিস থাকার কারনে, হাত কাপার কারনে ব্লার ছবি আসার সম্ভাবনা থাকলেও তা বহুলাংশে কমানো সম্ভব। হাত যেদিকে কাপবে, পুরো ক্যামেরা সেটাপ লেন্স সহ তার উল্টো দিকে মুভ করবে গাইরোস্কোপ দিয়ে সেন্স করে।
গ) F2.0 হওয়ার মানে হচ্ছে লো লাইট শুটিং জোশ হওয়ার কথা + bokeh সুবিধা
ঘ) ট্রু ১৬:৯ রেশিও ইমেজ ক্যাপচার করতে পারে, এবং অন্যান্যদের তুলনায় অনেক কম ডিটেল নষ্ট হয় (১০% বনাম ৩৩%)
ঙ) কনফিগ মাত্র ডুয়াল কোর ১.৫গিগাহার্জ, ১গিগা র্যাম, কিন্তু বাটার স্মুথ পারফরমেন্স! এন্ড্রয়েডের মতো স্লাগিশ হয়ে যায় না হুট হাট করে।
ক্যামেরা রিভিউ ডিটেল পড়তে পারেন এখানে:
অসুবিধা একটাই: উইন্ডোজ ফোন। এখানে এ্যালার্জী থাকলে আর হচ্ছে না।