টপিকঃ IDM এ সমস্যা সাহায্য চাই।
আমার IDM এ ডাউনলোড দিলে কিছু MB ডাউনলোড হওয়ার পরে ফেইলড বা দাঁড়িয়ে থাকে কেটে আবার যদি ডাউনলোডে দিই তাহলে আবার প্রথম থেকে ডাউনলোড হয়। যেমন আমি ইউটিউব থেকে একটা ফাইল ডাউনলোডে দিছি কিছুক্ষন পরে দেখি ০স্পিড হয়ে দাড়িয়ে আছে তারপর ক্যানসেল করে আবার ডাউনলোডে দিলে দেখা যায় আবার প্রথম থেকে ডাউনলোড হচ্ছে এভাবে অনেক চেষ্টার পরে যখন আমি সমাধান পেলাম না তখন IDM 6.17 ইনস্টল দিই কিন্তু তারপরেও সমাধান পাইনা এভাবে ইউটিউব থেকে ডাউনলোড করতে পারলাম না তারপর ভাবলাম মনে হয় ইউটিউবে সমস্যা হয়েছে কিন্তু না আমি Porshi 3 ডাউনলোডে দিলাম মিডিয়া ফায়ার থেকে কিন্তু যখন ৩৫এমবি ডাউনলোড হয়ে গেছে তখন ফেইল্ড আসলো তারপর আবার ক্যানসেল করে ডাউনলোডে দিলাম কিন্তু সেখান থেকে ডাউনলোড না হয়ে আবার প্রথম থেকে ডাউনলোড হলো। বুঝতে পারলাম না প্লিজ সমাধান চাই