২১ ০৫-০৮-২০১৩ ০০:২২ সর্বশেষ সম্পাদনা করেছেন অরুণ (০৫-০৮-২০১৩ ০০:৩২)
Re: শান চিকেন টিক্কা রেসিপি (অপরিবর্তিত)
অরুণ দা,
আমি ক্লাইন্ট নই, ফ্রিল্যান্সার। তাই গুর দেওয়ার প্রশ্নই আসে না। বরং গুর খাওয়ার প্রশ্ন আসে।
যেসকল ভারতীয় অনুবাদক রাও উচ্চ রেটে কাজ করে তাদের কাজের মান নিয়ে কোন সন্দেহ নাই। তারা যোগ্য বলেই ঐ রেট হাঁকতে দ্বিধা করে না। যারা কম রেটে কাজ করে, আমি মুলত তাদের বুঝিয়েছিলাম। আপনি নিশ্চয় অস্বীকার করবেন না, এদের সংখ্যা সত্যিকারের অনুবাদকের সংখ্যার চেয়ে অনেক বেশি।
অবশ্য বর্তমানে বাংলাদেশি কতিপয় অতিউৎসাহী তরুণেরা যেভাবে অনুবাদক হিসেবে কাজ করার দিকে ঝুঁকছে, তাতে অচিরেই তাদের চেয়ে বাংলাদেশিদের সংখ্যা বেশি হয়ে যাবে সে বিষয়ে আমার কোন সন্দেহ নাই। তখন হয়ত, আমার কথাটা আপনি আমাকেই ফিরিয়ে দেবেন।
যাহোক, আগর বক্তব্যর জন্য ক্ষমা চাইছি। বক্তব্যটা একটু বেশিই এগ্রেসিভ হয়ে গেছে। ভাল থাকবেন।