টপিকঃ IDM এর বিকল্প হিসেবে ফ্রী EagleGet ব্যবহার করতে পারেন
এই সফটওয়্যারটা খানিকটা ইউজ করে এর ফিচারগুলো দেখে বেশ অবাক হলাম। একটা ফিচার আপাতত মিসিং-সাইট গ্র্যাবার। আসুন একটু পরিচিত হই এই ফ্রীওয়্যারটির সাথেঃ-
মেইন ইন্টারফেস-
ভিডিও স্নিফারে ইউটিউব লিঙ্ক পেস্ট করে এন্টার চাপুন আর কিছুক্ষণ অপেক্ষা করুন। প্লে লিস্টের ক্ষেত্রেও কাজ করবে-
ও ভাল কথা সফটওয়্যারটি ইন্সটল এর পরে ব্রাউজার অ্যাডঅনগুলা এনাবল করে নিতে ভুলেন না যেন।
IDM এর মত রাইট ক্লিক মেনু পাবেন-
কোন ফাইলের লিঙ্ক এক্সপায়ার হয়ে গেলে লিঙ্ক রিফ্রেস করে নিতে পারেন-
ডাউনলোড চলা অবস্থায় মনিটরে উপরে ডান কোনায় স্ট্যাটাস দেখতে পারবেন-
ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে টাস্কবার নোটিফিকেশন দেখাবে-
কোন ফাইল ডাউনলোড করতে গেলে যেসব অপশন পাবেন-
ডাউনলোড কিউ তৈরির পর রাইট ক্লিক করলে নিচের অপশনগুলো পাবেন-
ডাউনলোড কয়টা কমপ্লিট হল সেটা বাম-পাশে নোটিফিকেশন দেখাবে-
এক নজরে কিছু সেটিংস দেখে নেই-
ওপেন ফাইল-ফোল্ডার, রিমোভ ফ্রম লিস্ট মেনু-
অনলাইন ভিডিও ও অডিও গ্র্যাবার, প্লেয়ারের উপরে মাউস হোভার করলেই হবে-