Re: IDM এর বিকল্প হিসেবে ফ্রী EagleGet ব্যবহার করতে পারেন
মুভিও তো ফ্রি পাওয়া যায় তাহলে মুভির ইঙ্ক শেয়ার করা যাবে না কেন? বুঝলাম না। মানে পাইরেটিড মানে কি যেটা টাকা দিয়ে নেওয়া লাগে সেটা? মানে পেইড গেইমস পেইড সফটওয়ার?
https://en.wikipedia.org/wiki/Copyright_infringement
মোট কথা হল, যে জিনিস মালিক ফ্রিতে দেয় না/বিতরণের সুবিধা দেয়না, ওটা ফ্রিতে দেয়া-নেয়া করাই পাইরেসি।
(মুভি ফ্রি না। নেটে যা পান ওটা একজন পয়সা খরচ করে সোর্স(ডিভিডি/ব্লুরে) থেকে নিয়ে নেটে বিলায়। তার থেকে সবাই ডাউনলোড করে। এখন আবার জিগাইয়েন না এতে তার কি লাভ হয়, ওটা বলতে গেলে বিশাল আকারের একখান টপিকই পোস্ট করা হয়ে যাবে। )
সফ্টওয়্যার টি কোন লাইসেন্স এর অধীন আছে একটু জানাবেন আশা করি প্রাপাইটরি কোন সফ্ট না
http://www.eagleget.com/features/safe-a … tely-free/