টপিকঃ সম্রাট আকবরের কি যোধা নামের কোনো স্ত্রী ছিলো?
ভারতে প্রথমে মুঘল-এ-আযম ছবিতে আকবরের স্ত্রী হিসেবে যোধা বাঈকে দেখানো হয়েছে। এরপরে যোধা-আকবর ছবিতে আবারও আকবরের স্ত্রী হিসেবে মহারানী যোধা বাঈকে দেখানো হয়েছে। এখন আবার জি টিভিতে একতা কাপুর শুরু করে দিয়েছে যোধা-আকবর নামের নতুন সিরিয়াল। বাংলাদেশেও বানানো হয়েছিলো যোধা-আকবর নামের টেলিফিল্ম। এত নাটক, সিনেমা হচ্ছে এদের প্রেম নিয়ে অথচ যোধা আকবরের স্ত্রী না। সে আকবরের ছেলে জাহাঙ্গীরের স্ত্রী যোধি বিবি যে পরবর্তীতে যোধা বাঈ নামে পরিচিত ছিলো।
মানুষ ঐতিহাসিক সিনেমা দেখে কিছুটা হলেও ইতিহাস সম্পর্কে ধারনা পায়। এখন যদি এত বড় প্রভাবশালী মুঘল সম্রাটকে নিয়ে করা ছবিতে ইতিহাস বিকৃতি করে সেটা কি কাম্য হতে পারে? আকবরের হারেমে প্রায় ৫ হাজার নারী ছিলো কিন্তু সেটা নিয়ে বিতর্ক না। মুঘলেরা ছাড়াও আরো অনেকের হারেম ছিলো। হযরত হারুন উর রশিদ (রাঃ) এর হারেমে প্রায় ২০০০ নারী ছিলো কিন্তু এভাবে আকবরের ছেলের বঊকে তার নিজের বউ হিসেবে দেখিয়ে সেন্টিমেন্টে আঘাত দেয়া কি ঠিক হচ্ছে? ভারতের রাজস্থানে যেই আন্দোলন হয়েছে যোধা-আকবর ছবি মুক্তির সময় যে পরিচালক রাজস্থানে ছবি রিলিজই দিতে পারে নি। সিনেমা হলে আগুন লাগিয়ে দেয়া হয়েছিলো। এবার একতা আবার শুরু করলো যোধা বাঈ-আকবরের প্রেম কাহিনী 'যোধা আকবর'। এবার আবারও রাজস্থানের লোকেরা আন্দোলন শুরু করেছে।
কেন সব ছবিতে আকবরের স্ত্রী হিসেবে যোধা বাঈকে দেখানো হয়? সম্রাট আকবরের কি যোধা নামের কোনো স্ত্রী ছিলো?
মুঘল-এ-আযম ছবির মহারানী যোধা বাঈ
যোধা-আকবর ছবির মহারানী যোধা বাঈ
(অ্যাশকে যে সুন্দর লাগছে ছবিতে আর সে যে পারফরমেন্স দিছে মুগ্ধ আমি কিন্ত যাই বলি না কেন, চরিত্রটিতো কাল্পনিক)
বাংলা যোধা-আকবর টেলিছবির মহারানী যোধা বাঈ
হিন্দি যোধা-আকবর সিরিয়ালের মহারানী যোধা বাঈ
দেখেন সিরিয়ালটি বন্ধ করতে ভারতে কি আন্দোলন চলছে।
Chandigarh: Protests against TV serial 'Jodha Akbar' turn violent