টপিকঃ অফিস ২০১৩-তে মাইক্রোসফট পিকচার ম্যানেজার কোথায়?

আমি পিকচার এডিট করা, কমপ্রেস করা ইত্যাদি কাজে সবসময় মাইক্রোসফট পিকচার ম্যানেজার ব্যবহার করি। কিন্তু সম্প্রতি অফিস ২০১৩ ইন্সটল করার পর পিকচার ম্যানেজারটা কোথাও খুঁজে পাচ্ছি না!  sad অফিস ২০১৩-তে কি পিকচার ম্যানেজার নেই? নাকি এটার বিকল্প কোন অ্যাপ্লিকেশান এটাতে অ্যাড করা হয়েছে? আপনারা কেউ কি এই সমস্যায় পড়েছেন? কেউ সমাধান জানলে জানান প্লিজ, উপকৃত হব।
বিকল্প কিছু না পেলে আবারও অফিস ২০০৭ ইন্সটল দিতে হবে... whats_the_matter

Re: অফিস ২০১৩-তে মাইক্রোসফট পিকচার ম্যানেজার কোথায়?

মাইক্রোসফট অফিস ২০১৩ থেকে এই ফিচারটি বাদ দেওয়া হয়েছে।
অফিস ২০০৭ কেন, ২০১০ ব্যবহার করতে সমস্যা কোথায়?