টপিকঃ এইবার রোজায় এমন হচ্ছে কেন?
মানে ইফতার করে যদি অল্প ভাতও খাই সেহেরীর সময় মনে হয় পেট ভরা সারাদিন চলতে পারবো এতেই। সেই জন্য সেহেরিতে অল্প খাওয়া হয় আর নামাজ পড়ে যেই একটু ঘুমিয়ে পরি ঘুম থেকে উঠে মনে হয় প্রচন্ড ক্ষিদে লেগেছে সারা দুনিয়ার ভাত আমি একাই ক্ষেতে পারবো। সমস্যাটা কি?