টপিকঃ সটকার্ট তৈরিতে সমস্যা।
উইন্ডোজ ৭ এ tree shortcut তৈরি করতে পারতেছিনা।unable create shortcut দেখাচ্ছে।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » ট্রাবলশুটিং » সটকার্ট তৈরিতে সমস্যা।
উইন্ডোজ ৭ এ tree shortcut তৈরি করতে পারতেছিনা।unable create shortcut দেখাচ্ছে।
sompad লিখেছেন:tree shortcut
এটার কাজ কি ভাই ?
কিছু ঘীকের ধারণা Cmd তে Tree কমান্ডখানা চালনা করা হইলে রেইনট্রি গাছের মত কম্পুখানা খুব দ্রুত তরতাজা হয়ে উঠবে আদৌতে Tree কমান্ডের কাজ হচ্ছে একটা ডিস্ক বা পাথ এর ডিরেক্টরী স্ট্রাকচার দেখানো
সম্পদ ভাইয়া, Tree নামক শর্টকাট খানা তৈরিতে প্রথমে আপনার ডেস্কটপে যান। ডান বাটনে ক্লিক করে নতুন একখানা শর্টকাট খানা তৈরির বাক্স খুলুন। এবার যতবার কিছু লিখতে বলবে ততবারই tree লিখবেন। মাত্র দুবার লিখতে হবে। শেষে ফিনিস করে দিন। ব্যাস কেল্লাফতে এবার শতশত বার ক্লিক করে ডিরেক্টরী স্ট্রাকচার দেখুন
কিছু ঘীকের ধারণা Cmd তে Tree কমান্ডখানা চালনা করা হইলে রেইনট্রি গাছের মত কম্পুখানা খুব দ্রুত তরতাজা হয়ে উঠবে
আলুতেও মেবি এটাইপ একটা উপদেশ দিয়েছিল।
অনেক কে এই বিষয়টা বুঝিয়েছি কিন্তু কেউ মানতে চায় না।
কিছু ঘীকের ধারণা Cmd তে Tree কমান্ডখানা চালনা করা হইলে রেইনট্রি গাছের মত কম্পুখানা খুব দ্রুত তরতাজা হয়ে উঠবে
আমিও তো তাই জানতাম।
নির্দেশনার জন্য থাঙ্কস।
এক্সপি তে এভাবে হয়। উইন্ডোজ ৭ এ Unable create shortcut দেখায় এজন্য ই জানতে চাইলাম। @মাহবুব ভাই
এক্সপি তে এভাবে হয়। উইন্ডোজ ৭ এ Unable create shortcut দেখায় এজন্য ই জানতে চাইলাম। @মাহবুব ভাই
৭ এও এভাবে হবে ! আরেক বার ট্রাই মারুন তো ! রাইট বাটন ক্লিকায়ে new < creat shortcut তারপর বক্সের মধ্যে tree লিখুন ! ব্যস হয়ে গেলো !
এক্সপি তে এভাবে হয়। উইন্ডোজ ৭ এ Unable create shortcut দেখায় এজন্য ই জানতে চাইলাম। @মাহবুব ভাই
৭ এও তো হয়। আমারতো হল।
Admin একাউন্টের ঝামেলা আছে মনে হয়।
হচ্ছে নাতো@ জামিল&কোরাকোরা ভাই।
আমিও ত সেভেন চালাই আমার কাজ হচ্ছে
আমিও ত সেভেন চালাই আমার কাজ হচ্ছে
আপনার কি কাজ হচ্ছে ? ট্রি তৈরী হচ্ছে ? না ট্রি দ্বারা কম্পিউটার ঝাকানাকা হচ্ছে।
ভাই আমি 64 bit এ চেষ্টা করেছি তৈরি হয় না।
তাহলে শর্টকাটে এই ঠিকানা দিন C:\Windows\System32\tree.com
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » ট্রাবলশুটিং » সটকার্ট তৈরিতে সমস্যা।
০.০৫৮০৮৭১১০৫১৯৪০৯ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮২.৬৬৩৯৬৮১১৬২৩৯ টি কোয়েরী চলেছে