Re: জোরিন ওএস ৭ লাইট রিভিউ
হে হে আসাদ ভাইয়ের ছবি দেখে নিলাম। অনেক ধন্যবাদ শামীম ভাই।
এবার ধীরে সুস্থে টপিক পড়ে মন্তব্য করব।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"
Re: জোরিন ওএস ৭ লাইট রিভিউ
ভালো রিভিউ দিয়েছেন। আমার একটা বছর দশেকের পুরোনো সিস্টেম স্টোর রুমে বসে পঁচছে। সেটাতে জরিনা বিবিকে সেট করবো নাকি চিন্তা করছি।
Re: জোরিন ওএস ৭ লাইট রিভিউ
ভাল লাগলো রিভিউ ।
আচ্ছা লিনাক্সে কি বিভিন্ন সফটওয়ার এর সেটাপ ফাইল ব্যাকআপ রাখা যায় না ?
যাতে নেট ছাড়াই প্রোগ্রাম ইনস্টল করা যায় ।
Re: জোরিন ওএস ৭ লাইট রিভিউ
আমি ভার্চুয়াল বক্সে Debian 7 LXDE চালাচ্ছি। উবুন্টুর নোম এনভায়রনমেন্ট-এ যেমন sudo দিয়ে রুট এ্যাক্সেস পেতে হত, এখানে কেবল su লিখে কাজ করতে হয়। Debian বেটা sudo চেনে না।
Re: জোরিন ওএস ৭ লাইট রিভিউ
অনেক সুন্দর করে রিভিউ দেওয়ার জন্য ধন্যবাদ । মিডিয়াফায়ারের লিঙ্গ দেন
Re: জোরিন ওএস ৭ লাইট রিভিউ
অনেক অনেক আগে জোরিন ব্যবহার করেছিলাম , যদিও এখন ওপেনসোর্স এর ভুত মাথা থেকে নামিয়ে ফেলেছি । যে কাজ করি তাতে এসব চলে না
Re: জোরিন ওএস ৭ লাইট রিভিউ
Re: জোরিন ওএস ৭ লাইট রিভিউ
দেখতে বেশ ভালোই লাগছে। অবশ্য দিনে দিনে দুর্বল হার্ডওয়্যারের পিসি কমছে। এক সময় ফ্রেন্ডের পিসিতে মিন্ট LXDE চালাতে হত। যত ডিস্ট্রোই দেখি, এই buggy উবুন্টুর মায়া ছাড়তে পারিনা।
Re: জোরিন ওএস ৭ লাইট রিভিউ
Re: জোরিন ওএস ৭ লাইট রিভিউ
আমিও জোরিন ট্রাই করেছিলাম প্রায় বছরখানেক আগে। সেরকম ভালো লাগে নি। LXDE বেসজড Lubuntu বরং ভালো লেগেছে।
রিভিউয়ের জন্য ধন্যবাদ।