টপিকঃ ড্রপবক্স স্টোরেজ বাড়ানো দরকার
আমার ড্রপবক্স স্টোরেজ বাড়ানো দরকার। ড্রপবক্সের ফ্রি অপশনে রেফারালের মাধ্যমে ১৮ গিগা পর্যন্ত বাড়ানো যায়। এখন পর্যন্ত আমার স্টোরেজ হচ্ছে ১০.৯ গিগা। তার মানে আরও সাত গিগা বাড়ানোর সুযোগ রয়েছে। আমার রেফারাল লিংকের মাধ্যমে কেউ যদি এই সাত গিগা স্টোরেজ বাড়িয়ে দিতে পারেন, তাহলে সেজন্য কী পরিমাণ পারিশ্রমিক দিতে হবে তা উল্লেখ করে গোপন বার্তায় মেসেজ পাঠানোর অনুরোধ করছি।
উল্লেখ্য, পারিশ্রমিক দেয়া হবে কাজ পুরোপুরি সম্পন্ন করার পর। পেমেন্টের জন্য ফ্লেক্সিলোড, বিকাশ বা ব্র্যাক ব্যাংক হলে ভালো হয়।