Re: সর্বকালের শ্রেষ্ঠ ২০ বাঙালির
২০ জনের কে কিসের জন্য বা কোন অবদানে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি মনোনীত হলেন তার উপর ২ লাইনে কিছু জানানোর দরকার ছিলো
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » সাহিত্য-সংস্কৃতি » ইতিহাস » সর্বকালের শ্রেষ্ঠ ২০ বাঙালির
২০ জনের কে কিসের জন্য বা কোন অবদানে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি মনোনীত হলেন তার উপর ২ লাইনে কিছু জানানোর দরকার ছিলো
evsjv‡`kx Avi ev½vjx Gi g‡a¨ cv_©K¨ Rvb‡Z PvB|
বাংলাদেশী আর বাঙ্গালী এর মধ্যে পার্থক্য জানতে চাই।
নাম্বিরিংটা মানতে পারছি না..?
এভাবে লিখলে নাম্বার না দিলে ভালো হয়।
আর যদি এটাকে সঠিক নাম্বিরিং মনে করেন,
তাহলে আমি বলব এতে বাংদেশের পচাঁ রাজনীতির প্রভাব পরেছে ।
এর মানে যারা বেশী রাজনীতির খবররা খবর রাখেন বা রাজনীতির সাথে সম্পৃক্ত তারই বিবিসি শুনে
বিবিসি বাদ দেন-----------------নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন । আপনি যদি নিজের পরে বিশ্বাষ রাখেন তবে আপনিই বিচার করতে পারবেন।আপনার চরম শত্রুর কোন ভাল কাজকে ভাল বলার বৃহৎ আত্মা যদি আপনার আছে বলে মনে করেন তবে শেষ্ঠ বাঙ্গালি নির্বাচনের দায়িত্ব আমি আপনাকে দিলাম---বিচার করুন ও রায় দিন।ঠাট্টা করে বা পরশ্রিকাতরতার বহিপ্রকাশ ঘটিয়ে অনেক কিছু বলা যায় অথবা করা যায়, তা ঠান্ডা মাথায় চিন্তা করে দেখলে কোন এক সময় নিজের কাজের জন্য নিজের লজ্জা হয়।যদি আপনার বিবেক থাকে।আর বিবেক না থাকলে তার সম্পর্কে কিছুই বলার নেই।
সোজা কথায় যদি বলি-ওই ব্যাক্তিই বাঙ্গালি জাতির সবচেয়ে উত্তম ও শ্রেষ্ঠ বন্ধূ, যে কিনা অন্যের তুলনায় তার জীবনের অধিক সময়গুলি বাঙ্গালি জাতির মঙ্গলের জন্য উৎসর্গ করেছেন এবং এমনকি নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছেন।
বলুন এহেন ব্যাক্তি আর কে হতে পারেন। সকল দেশপ্রেমিকদের নাম লিখুন ও তাদের ত্যাগের ফিরিস্তি লিখুন দেখেন কার মার্কিং কোথায় দাড়ায়। আপনি নিজেই আরেকটি বিবিসি হয়ে যাবেন।প্রতিপক্ষ হওয়ার কারনে কারোর ত্যাগকে তুচ্ছ করে দেখবেননা।প্রতিহিংসার জের ধরে আপনি কেন অপরাধিদের সমর্থন করতে যেয়ে নিজের আদর্শ বৈশিষ্ঠ বিনষ্ঠ করবেন।আপনার নিজস্ব একটা স্বত্বা আছে ,চেতনা আছে,আপনি জেগে উঠুন নিজের শক্তী দিয়ে। অন্যের কথায় নয় নিজের বিবেকই আপনার বড় বন্ধু ও উত্তম পরামর্শক বটেই্
আল্লাহ হাফেজ
মাসুদ হাসান।
প্রজন্ম ফোরাম » সাহিত্য-সংস্কৃতি » ইতিহাস » সর্বকালের শ্রেষ্ঠ ২০ বাঙালির
০.০৩৪৩০৪৮৫৭২৫৪০২৮ সেকেন্ডে তৈরী হয়েছে, ৫১.০৫৬৪৯৩৬১৬৪৩ টি কোয়েরী চলেছে