Re: মাহমুদ রাব্বিকে সাময়িক ব্যন করা গেলো
সৈয়দ মুজতবা আলীতে পড়েছিলাম, এইরকম একজন মানুষকে তিনি বলছেন, অন্যের বাপকে গালি না দিয়ে কি আমরা নিজের বাপের প্রশংসা করতে পারিনা?
Re: মাহমুদ রাব্বিকে সাময়িক ব্যন করা গেলো
সময়োপযোগী সিদ্ধান্ত । আশা করি উনি নিজেকে শুধরে নেবেন ।
তবুও কী দুর্লঙ্ঘ দূরে!
Re: মাহমুদ রাব্বিকে সাময়িক ব্যন করা গেলো
ধন্যবাদ সিদ্ধান্তের জন্য
কিন্তু gmaks নামক ফোরামিককে একের পর এক টপিক প্রসব করার জন্য কিছু বলা যায় না? দিনে ২//৩ টি কোন কোন দিন তারও বেশি নিজের টপিকে নিজেই উপস্থিত থাকেন না
আমরা আলোচনা করতে করতে দেখি আরেকটি প্রসব করে ফেলেছেন
Re: মাহমুদ রাব্বিকে সাময়িক ব্যন করা গেলো
আহ, শান্তি। মডারেশন প্যানেলকে আন্তরিক ধন্যবাদ।
Re: মাহমুদ রাব্বিকে সাময়িক ব্যন করা গেলো
oh মা গো কি বলেন যান আর লিখুম না রে ভাই
৭ ১৩-০৭-২০১৩ ১৯:১৬ সর্বশেষ সম্পাদনা করেছেন বোরহান (১৩-০৭-২০১৩ ১৯:১৯)
Re: মাহমুদ রাব্বিকে সাময়িক ব্যন করা গেলো
অনেক ধন্যবাদ উদাসীন ভাইকে । যদিও এরকম দারুণ একটা সিদ্ধান্ত অনেক ফোরামিকের পছন্দ হবেনা
Re: মাহমুদ রাব্বিকে সাময়িক ব্যন করা গেলো
যে যাই বলুক আমি মাহমুদ রাব্বীর লেখার অনেক বড় ফ্যান। অনেক বিনোদন পেতাম তার লেখা থেকে।
Re: মাহমুদ রাব্বিকে সাময়িক ব্যন করা গেলো
আচ্ছা এক দিনে কয়টা পোষ্ট করতে পারব । আর আমার লিখায় আমি উপস্থিত নায় তো সমস্যা কোথায়?একটু বুজিয়ে বললে উপকৃত হতুম।
Re: মাহমুদ রাব্বিকে সাময়িক ব্যন করা গেলো
যাক কিছুটা ফ্রেশ ফোরাম পাওয়া যাবে বলে মনে হচ্চে, যদিও আরো কয়েকজন ফাউল টপিক দিচ্ছে
Re: মাহমুদ রাব্বিকে সাময়িক ব্যন করা গেলো
সুন্দর সিদ্ধান্ত।
Re: মাহমুদ রাব্বিকে সাময়িক ব্যন করা গেলো
এরকম সিদ্ধান্তের জন্য মডারেশন প্যনেলের সবাইকে ইনভিজিবল রেপু
Re: মাহমুদ রাব্বিকে সাময়িক ব্যন করা গেলো
মাহমুদ রাব্বি দেখছি অনেক খারাপ মানুষ ! সবাই যে হারে আহ্ শান্তি বলে তৃপ্তির ঢেকুর তুলছে তা তাই মনে হলো আরকি ।
তবে আমি মিস করবো তাকে । আশাকরি কোন ভুল করে থাকলে তা শুধ্রে আবার নতুন করে সুন্দর মাহমুদ রাব্বি ভাইকে পাব ।
Re: মাহমুদ রাব্বিকে সাময়িক ব্যন করা গেলো
Re: মাহমুদ রাব্বিকে সাময়িক ব্যন করা গেলো
^ মাহমুদ ভাইয়ের নতুন নতুন টপিক গুলো মিস করবো । তিনার টপিক গুলো বেশি নজর দেওয়া হয়েছে আমার, তবে তিনি অন্যের টপিকের মন্তব্য গুলোর বিশয়ে খুব বেশী কিছু বলতে পারবো না ।
জানিনা বলাটা ঠিক হচ্ছে কিনা, তবে ফোরামে ওনার পিছনে অনেকেই লেগেছিল । তিনার টপিকেই এমন হতে দেখেছি । দয়া করে সেগুলোর সূত্র চাবেন না, কারন আমি কাউকে হাইলাইট করতে চাচ্ছি না ।
প্রজন্মের মডুরা অনেক ভাল লাগে আমার কাছে, নিশ্চই মাহমুদ ভাই ফোরামের রুল ব্রেক করেছে বলেই তাকে শাস্তি দিয়েছেন ।
আশাকরি তিনি ভুলগুলো শুধ্রে আবার ফোরামে ব্যাক করবেন ।
Re: মাহমুদ রাব্বিকে সাময়িক ব্যন করা গেলো
ক্যাচাল সৃষ্টি করে, এমন কোন টপিক না করাই ভাল।
Re: মাহমুদ রাব্বিকে সাময়িক ব্যন করা গেলো
সব্বি সত্তা সুখিতা হন্ত...