Re: ভারত প্রেম কি উথলে উঠছে?
@ বাংলার মাটি, আপনি খুব দ্রুত মেজাজ হারিয়ে ফেলেন। মেজাজ হারালে আপনার বাক্য গঠন এলোমেলো হয়ে যায়। মূল আলোচনা থেকে সরে যায়। কমেন্ট কয়েকবার পড়েও বুঝা যায় না যে, আপনি কি বুঝাতে চাইছেন?
যাই হোক, এ টপিকে আপনার কমেন্টের জবাব আমি দিতে চাইনি। দিয়েছি এ কারণে যে, ফেসবুকে এ টপিকের একটি কমেন্ট নিয়ে আপনি একটা নেগেটিভ ষ্ট্যাটাস দিয়েছেন। এর আগেও আপনি ফোরামের টপিক বা ফোরামিক সম্পর্কে নেগেটিভ ষ্ট্যটাস দিয়েছেন ফেসবুকে।
আলোচনা/ সমালোচনা সব ফোরামেই তো করা যায়, বদনাম কেন ছড়াতে হবে ফেসবুকে?