Re: GP Huawei E303 মডেম বিষয়ক সাহায্য প্রয়োজন [জরুরী]
টেলিটকের কোন সমস্যা আছে বলে মনেহয় না। যেখান থেকে কিনেছেন তাদের কাছে সল্যুশন চান, যেহেতু নতুন কিনেছেন তাই ভাল আফটার সেলস সার্ভিস পাবেন আশাকরি
Re: GP Huawei E303 মডেম বিষয়ক সাহায্য প্রয়োজন [জরুরী]
Tools থেকে Option তে গিয়ে Launce Internet.Grameephone.com When Connect To Internet এটার উপড় থেকে টিক চিনহ কেটে দিন আশা করি কাজ হবে।
আর বার বার ডিসকানেক্ট হয় অপেরেটপরের সমস্যার কারনে যেমন আমি বাংলালিঙ্কে নাইট প্যাকেজ নিছি তাই সকাল ৯ টার পরে বার বার ডিসকানেক্ট হয়ে যায়...আপনি একবার ১২১ এ কল করে দেখুন।
আর স্পিডের কথা বলছেন না ২২০ পাচ্ছে আসলে ওইটা ফেক স্পিড আসল স্পিড হল যদি ২২০ পায় তাহলে ২৮-২৯কেবি করে স্পিড হবে।
এখন আমার সমস্যা হল আমার জিপি মডেমে জিপি সিমই কানেক্ট হয় না
কোন জিপি সিমই হয় না মানে নেটওয়ার্ক আসে কিন্তু কানেক্ট বাটন আসে না।
৫ ১০-০৭-২০১৩ ১৭:০৬ সর্বশেষ সম্পাদনা করেছেন সাদা আকাশ (১০-০৭-২০১৩ ১৭:২৬)
Re: GP Huawei E303 মডেম বিষয়ক সাহায্য প্রয়োজন [জরুরী]
Re: GP Huawei E303 মডেম বিষয়ক সাহায্য প্রয়োজন [জরুরী]
Re: GP Huawei E303 মডেম বিষয়ক সাহায্য প্রয়োজন [জরুরী]
Re: GP Huawei E303 মডেম বিষয়ক সাহায্য প্রয়োজন [জরুরী]
Re: GP Huawei E303 মডেম বিষয়ক সাহায্য প্রয়োজন [জরুরী]
@ নীল অপরাজিতা :
নাহ্! সমস্যা রয়েই গেল। সাথে আরো একটা যুক্ত হলো।
এখন মডেম একবার পিসি থেকে খুলে আবার লাগালে ঐ মডিফেডেট ইন্টারফেস কোন মডেমই খুজে পায় না।
উপায়ন্তু না দেখে আবার জিপির সফটওয়্যার ইন্সটল করলাম। তখন আবার ঐ মোবাইল পার্টনার সফটওয়্যার মডেম খুজে পেলো।
এখন আমার পিসিতে দুইটাই ইনস্টল করা। আর কানেক্ট করি মোবাইল পার্টনার থেকে। কিন্তু যখন মডেম পিসিতে সংযুক্ত করি তখন অটোমেটিক জিপির সফটওয়্যার টা চালু হয়ে যায়।
কি করব বুঝতে পারছি না।