টপিকঃ প্রোফাইলের পরিচিতি ট্যাবে মোবাইল নম্বর সংযোজন করা যাচ্ছে না।
মূল বাগঃ
ফোরাম আপডেটের পর থেকে একটি বাগ দেখা দিয়েছে যেটি এখনও পর্যন্ত কেউ রিপোর্ট করেনি।
সেটি হলো প্রোফাইল পেইজের পরিচিতি ট্যাবের মোবাইল নম্বর ফিল্ড। সেখানে মোবাইল নম্বর সংযোজন করে "প্রোফাইল হালনাগাদ করুন" চাপলে দেখায় "Please enter an email address" এবং মোবাইল নম্বর যোগ হয় না।
আরও একটি বাগঃ
ওয়েবসাইট এবং এমএসএন মেসেঞ্জার ফিল্ডগুলোতে একটির স্থলে দুইটি/তিনটি করে বক্স প্রদর্শিত হচ্ছে এবং সেগুলো ডিস্টর্টেড অবস্থায়।
সঠিক পদ্ধতিতে ওয়ার্ডপ্রেস ইন্সটল করুন এবং আপনার ওয়ার্ডপ্রেস সাইটটিকে সুরক্ষিত রাখুন