টপিকঃ ম্যাক এর কিছু সমস্যার সমাধান প্রয়োজন
ম্যাক নিয়ে আমি অনেক জ্বালিয়েছি। সবাই অনেক হেল্প করয়েছেন তেমন আজও কিছু জানতে/সমাধান চাই
* আমি দুই বছর নিয়মিত না চালালেও মোটামুটি চালিয়েছি।
আর এখন থেকে পার্মানেণ্ট ম্যাক ইউজ করা লাগবে। ( আমার সাধের ফুজিৎসু ছোট বোন নিয়ে নিছে
)
এই দুই বছরে কখনও ম্যাক হ্যাঙ করেনি। হ্যাং কি জিনিস ম্যাকে বুঝি নি
কিন্তু গতকাল ৪ বার আর আজকে এপর্যন্ত ৭/৮ বার হ্যাঙ করল। হ্যাঙ বলতে মাউস পয়েন্টার ফ্রিজ হয়ে যায়। কি বোর্ডে টাইপ করা যায় না। ওলটার ম্যাক কী কিছুই কাজ করে না
এভাবে ৪//৫ মিনিট পর মাউস কাজ করে কিন্তু কিবোর্ডে লেখা যায় না
আর জানালার মত এখানে কন্ট্রোল কমান্ড(ম্যাক কি) প্লাস পাওয়ার কি চাপদইতেই ধপ করে অফ
আমি চিন্তা করলাম কাল ওয়াইন বটলার ইন্সটল দিতে চেয়েছিলাম ইন্সটল হয়েছ কিন্তু পুরো কাজ করতে হলে এতে x-11ইন্সটল দিতে হবে যা োরা আর ডেভেলপ করে না রিডাইরেক্ট করে দেয়। এভাবেই ছিল
সন্দেহ হওয়াতে ওটা আনিস্টল করলাম তাও সমস্যার সমাধান নেই
এরপর টোটাল ফাইন্ডার ফর লায়ন অয়ানিন্সটল দিলাম এখন ২০ মিনিট ধরে কোন সমস্যা নেই। হবে কি না বুঝতেছি না......
এখন এই হাবিজাবি কি কি সফট ইন্সটল দিছি এগুলো ডিলিট বা কোন ভাবে প্রথম ইন্সটলের মত ফ্রেশ কন্ডিশনে আনা যাবে না ?? অথবা কোন কমান্ডে সব রিষ্টর করা যাবে??
* ভালো কোন ফটো ব্রাউজার এর নাম বলুন
মানে আই ফটোর মতো নিজের ভাণ্ডারে কপি করে দেখালে হবে না
ধরুন পোর্টেবল ড্রাইভ থেকেই ফটো ব্রাউজ করা যাবে এমন xee ৩ খুব ভাল কিন্তু পেইড
আবার xee-2 ফ্রি কিন্তু ৩ এর তুলনায় কিছুই না
**
আরেকটা সমস্যা
এক্সটারনাল হাড্ডি এর কিছু মুভি ইন্টারনালে ট্রান্সফার করলাম তাতে তালা ঝোলে
মানে লকড দেখায় কিন্তু জানালায় ঠিকিই আছে
এটা আনলক করা যায় ইনফো থেকে
তো ব্যাচ ধরে একসাথে সব আনলক কিভাবে করা যায়??
একটা একটা করে আনলক পোষায় না
এছাড়া আগে একটা এমকেভি যদি ইনফো থেকে চেঞ্জ ক্রে দিতাম যে এটা ভিলসি দিয়ে চলবে সব এমকেভি এভাবে চলত কিন্তু এখন ধরে ধরে সব ফাইলেই দেখায় দিতে হয় ইনফো থেকে
**
এটা তেমন কোন বড় সমস্যা না সমাধান পেলে ভাল না হলেও চলবে
ম্যাকে একটা প্লেয়ার চালাতে চাই প্লেয়ারের নাম Mplayer OS X 2
এখন এটার কি অন্য ভার্শন আছে?? নাকি আমার কোন ভুল হচ্ছে??
ওএস ম্যাক ১০.৮ আর জাভা নিয়া সামান্য ভেজাল আছে
You can’t open the application “MPlayer OS X 2” because PowerPC applications are no longer supported.