Re: ম্যাক এর কিছু সমস্যার সমাধান প্রয়োজন
বলেন এভাবে আর্ধেক বল্লে হবে কেন ??
আমার ম্যাকে কোন ডাটা নেই ...... মুন্নি ফ্রেস
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » ম্যাক এর কিছু সমস্যার সমাধান প্রয়োজন
বলেন এভাবে আর্ধেক বল্লে হবে কেন ??
আমার ম্যাকে কোন ডাটা নেই ...... মুন্নি ফ্রেস
বলেন এভাবে আর্ধেক বল্লে হবে কেন ??
আমার ম্যাকে কোন ডাটা নেই ...... মুন্নি ফ্রেস![]()
ডাটা বলতে ওএস সহ বুঝিয়েছি। নতুন করে ওএস সেটআপ/পার্টিশন দেয়া লাগতে পারে।
মনে হয়না কাজ হবে, আলাদা একটা FAT32 পার্টিশন করে নরম্যালী উইন্ডোজ সেটআপের ট্রাই দিয়ে দেখতে পারেন (সিডি থেকে বুট করে যেভাবে করে আর কি)। তবে এতে পরে ম্যাক বুটের সময় ঝামেলায় পড়তে পারেন, সো ট্রাই না করাই বেটার।
এক জায়গায় দেখলাম একজন বুটক্যাম্পের বদলে এটা ব্যবহারের পরামর্শ দিয়েছে। তবে ব্যবহারের ফলে আপনার ম্যাক ফেটে-ফুটে উঠলে আমি দায়ী না।
আমি এখন একটা প্লেয়ার ইউজ করছি ভালই নাম
MPlayerX [Version 1.0.17 (1630)] http://mplayerx.orgএখন এই Mplayer OS X 2, Mplayer OSX এক্সটেনডেড এবং আমার বর্তমান প্লেয়ার কি আলাদা আলাদা নাকি একই যাষ্ট আলাদা ভার্সান?? নাকি সোর্স কোড একই মডিফাই (বোকার মত প্রশ্ন হয়ে গেল কাছাকাছি নাম এজন্য জিজ্ঞেস করলাম)
আপনার প্রথম প্লেয়ারের লিংকটা দিন এটাতো কোথাও খুঁজেই পেলাম না। আর বাকী দুইটার ডেভ, ইউআই আলাদা আলাদা।
আরেকটা প্রশ্ন আমার নেট কানেশ্নান দূর্বল মানে জিপিনেট। আর প্রায় টাওয়ার থেকে দুরে থাকি
এখন যেটাই ডাউনলোড করি ( ২০-৩০ মেগার বেশী কখনই করি না ) অর্ধেক হয়ে কপ্লিট দেখায়, ওপেন করলে করাপ্টেড অনেক সময় ১০০% হয়েও করাপ্টেড![]()
এখন আইডিএম জাতীয় ডাউনলোড ম্যানেজার হলে ভাল হত কিংবা এমন কিছু আছে যাতে ফায়ারফক্স এ ১০০% ডাউনলোড না হওয়া পর্যন্ত ডাউনলোড চলতে থাকবে??
http://mac.eltima.com/download-manager.html
আর মাঝে মাঝেই টাচপ্যাড আর কিবোর্ড হ্যাং হয়ে যায়। গত ২ বছর বিল্ট-ইন স্নো দিয়ে ভালই চলেছে কিন্তু আপগ্রেডের পর নিত্ত নতুন সমস্যা। ম্যকের এই হ্যাং না হওয়া অহংকারটাই যদি না থাকল তো কিসের ম্যাক??
নেটে সার্চ দিয়ে দেখলাম এই হুয়াই মডেমের ড্রাইভারই যত নষ্টের মূল ......
দেখি কি করা যায় ...... আপনার জানা থাকলে জানাবেন
http://mac.tutsplus.com/tutorials/tips- … -problems/
নাকি স্নো তেই ফেরত যাব?? আমার সব প্রয়োজন স্নো তেই মিটে যায় ...... এটা কি বুদ্ধিমানের কাজ হবে ??
এটা সম্পূর্ণই আপনার ব্যাপার। আমি ম্যাকওএসএক্স ব্যাবহার করে যতটুকু বুঝেছি এটা হল "ওয়ালড গার্ডেন"।
মন ভাই আমার প্রথম প্লেয়ার আমি এই ওয়েব সাইট থেকে নামিয়েছিলাম
http://mplayerosx.sourceforge.net/
এত কাছা কাছি কনফিউজিং ৩টা প্লেয়ার
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » ম্যাক এর কিছু সমস্যার সমাধান প্রয়োজন
০.০৩৪৭৬৮১০৪৫৫৩২২৩ সেকেন্ডে তৈরী হয়েছে, ৭৮.১৯৮৪০৮৮৬৫২৩৮ টি কোয়েরী চলেছে