টপিকঃ আমার ল্যাপিতে উইন্ডোজ ৮ চলছে না।
আমি কালকে আমার ডেল ৫১১০ I5 ল্যাপটপে উইন্ডোজ ৮ সেটাপ দিতে গেলাম কিন্তু দুঃখের বিষয় অর্ধেক ইনস্টল হয়ে আর হয় না...এভাবে ৪বার ট্রাই করেও যখন হল না তখন উইন্ডোজ ৭ সেটাপ দিয়ে দিলাম। এর পর আমার এক বন্ধুর কাছে গিয়ে তার পিসিতে উইন্ডোজ ৮ সেটাপ দিলাম ওমা দেখি কাজ হয়ে গেছে কিন্তু আমার ল্যাপিতে হচ্ছে না। একটু কেউ সাহায্য করতে পারবেন?