টপিকঃ আমার ল্যাপিতে উইন্ডোজ ৮ চলছে না।

আমি কালকে আমার ডেল ৫১১০ I5 ল্যাপটপে উইন্ডোজ ৮ সেটাপ দিতে গেলাম কিন্তু দুঃখের বিষয় অর্ধেক ইনস্টল হয়ে আর হয় না...এভাবে ৪বার ট্রাই করেও যখন হল না তখন উইন্ডোজ ৭ সেটাপ দিয়ে দিলাম। এর পর আমার এক বন্ধুর কাছে গিয়ে তার পিসিতে উইন্ডোজ ৮ সেটাপ দিলাম ওমা দেখি কাজ হয়ে গেছে কিন্তু আমার ল্যাপিতে হচ্ছে না। একটু কেউ সাহায্য করতে পারবেন?

My LIfe Is So Empty Without You.....

Re: আমার ল্যাপিতে উইন্ডোজ ৮ চলছে না।

প্রোসেসর, র‌্যাম ও যে ড্রাইভে সেটাপ করছিলেন সেগুলো সম্পের্কে জানান

সর্বশেষ সম্পাদনা করেছেন অরিহন্ত (৩০-০৭-২০১৩ ১৯:৫৫)

Re: আমার ল্যাপিতে উইন্ডোজ ৮ চলছে না।

Life IS Neither TEMPEST, NOR A midsummer NIGHT'S DREAM, BUT A COMEDY OF Errors,
ENJOY AS U LIKE IT

Re: আমার ল্যাপিতে উইন্ডোজ ৮ চলছে না।

Re: আমার ল্যাপিতে উইন্ডোজ ৮ চলছে না।

জীবনের উদ্দেশ্য মইনাস প্রাপ্তি

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

Re: আমার ল্যাপিতে উইন্ডোজ ৮ চলছে না।

Re: আমার ল্যাপিতে উইন্ডোজ ৮ চলছে না।

জীবনের উদ্দেশ্য মইনাস প্রাপ্তি

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

Re: আমার ল্যাপিতে উইন্ডোজ ৮ চলছে না।

এ আর নতুন কি! উইন্ডোজ৮ অনেক ল্যাপিতেই কাজ করে না। এর মধ্যে আমারটাও আছে - HP Mini 110TU, Intel N2600 1.2 Ghz dual core cpu, 2GB RAM, GMA3600 graphics. GMA3600 কার্ডের জন্য ইন্টেল কোন ড্রাইভার আপডেট দেয় নি। সেই যে সেভেনের জন্য দিয়েছিল সেটাই আছে। তাও আবার থ্রিডি সাপোর্ট খুব পুওর। ভাল মানের কোন গেম খেলা যায় না। অথচ এটার পূর্ণ ক্ষমতা আছে উইন্ডোজ৮ চালানোর এবং থ্রিডি ক্যাপাবিলিটিও কম নয়।

কিন্তু ড্রাইভার ছাড়া GMA3600 উইন ৮ এ কাজ করবে না। ইন্টেলও এক্ষেত্রে নীরব। এটা হল ইন্টেলের একটা চালাকি, যাতে মানুষ পুরোনো হার্ডওয়্যার ফেলে নতুনটা কিনে আর তাদের পকেট ভারী হয়। angry

Re: আমার ল্যাপিতে উইন্ডোজ ৮ চলছে না।