অপেরা ও IE দিয়েই শুরু। তবে কিছু দিন পর ফায়ার ফক্স ও ফ্লোক ধরি। এরপর ফায়ারফক্স ও ক্রোম। এখন ফায়ারফক্স, ক্রোম ও ক্রোমিয়াম সাপোর্টেড অপেরা ও কমোডো ড্রাগন।
আগে আমি উইন্ডোজ XP এর নিয়োমিত ইউজার ছিলাম, মাস তিনেক হলো উইন্ডোজ সেভেন এর নিয়োমিত ইউজার হয়েছি। তবে কতদিন থাকবো বুঝতে পারছিনা। কারন উইন্ডোজ সেভেন ব্যবহার করার পর থেকেই ক্রোম ও ক্রোমিয়ার নির্ভর অপেরা বা কমোডো ড্রাগন ব্রাউজারে একের অধিক ট্যাব ওপেন করলে বা একটাই ট্যাবে ভারী কোন পেজ ওপেন করলে পিসির ডিসপ্লে ব্লাক হয়ে যায়। তখন পিসি রিষ্টাট দেওয়া ছাড়া উপায় থাকেনা। 
কেউ এ সমস্যার সমাধান দিলে উইন্ডোজ সেভেন চালিয়ে যেতে পারতাম!!!!!!!!!!! 