Re: সম্প্রতি কোন ব্রাওজার ব্যাবহার করছেন?
ফায়ারফক্স ইউজ করছি ইদানিং বাধ্য হয়ে। কারণ ক্রোম চলছে না। আর প্রবলেম সলভ করার জন্য ইফোর্ট দেয়ার টাইম নেই।
আপাতত একটা ভিএম এ ক্রোম ইউজ করছি।
এটা ছাড়া মাঝে মাঝে কনকোয়ার ইউজ করি, man ও html ফরম্যাটের ম্যানুয়াল পড়ার জন্য।
ব্লগ: shiplu.mokadd.im
মুখে তুলে কেউ খাইয়ে দেবে না। নিজের হাতেই সেটা করতে হবে।