টপিকঃ ল্যাপটপের স্কিনে দাগ মত পড়েছে...। (হেল্প চাই)
একদিন দুপুরে আমি ল্যাপটপ বন্ধ করে রেখে গোসল করতে যাই তারপর গোসল করে এসে দেখি আমার এক ফ্রেন্ড আমার ল্যাপটপ অন করে চালাচ্ছে তারপর আমি আসার পরে ওর কাছে থেকে ল্যাপটপ নিয়ে দেখি ল্যাপটপের উপোড় হালকা হালকা দাগ পড়েছে
আসলে কিসের জন্য সেই দাগটা পড়লো ওর কাছে কোন পানি জাতীয় কিছুই ছিল না।
দাগের বর্ননা দিইঃ- দাগ কিন্তু স্কিনে না একটু ভাল করে লক্ষ্য করলে বুঝা যায় ল্যাপটপের উপড়ের কাচে দাগটা পড়েছে আর এই দাগটা এমন বেশি সমস্যা করছে না আমার কাছে তবে বার বার খালি ঐ দাগের দিকে নজর পরে...আর ওই দাগ টা খালি দেখা যায় সাদা আর নিল কালারে।
প্লিজ কেউ আমাকে সাহায্য করুন