২ ২৯-০৬-২০১৩ ১৩:৪৮ সর্বশেষ সম্পাদনা করেছেন রণ_এথিক্যাল হ্যাকার (২৯-০৬-২০১৩ ১৩:৫০)
Re: সেভারাসকে চূড়ান্ত সতর্কবার্তা
সেভারাস ভাই ও আলোকিত ভাইকে ছাড়া প্রজন্ম একটু অন্যরকমই লাগে। আমি সেভারাস ভাইয়ের নির্দিষ্ট কিছু আচরণ নিয়ে বলেছি তাই বলে উনার ব্যান কামনা করি না। উনি উনার অন্যান্য গুনাবলী যেমন খেলা বিষয়ক টপিক, ফটোগ্রাফি দিয়ে ফোরামকে সমৃদ্ধ করবেন আশা করি। ভুলভ্রা্ন্তি নিয়েই মানুষ এই আমি যেমন একটু রেগে, মাত্রাতিরিক্ত স্মাইলি দিয়ে কমেন্ট করি। একজন আমার এই ভুলটা ধরিয়েও দিয়েছেন কিন্তু মানা হচ্ছে কমই তাও চেষ্টা চালাচ্ছি। আশা রাখি সেভারাস ভাইও হারিয়ে না গিয়ে ফোরামকে কিভাবে সমৃদ্ধ করা যায় আচরণবিধি বজায় রেখে সেটা বিবেচনা করবেন।
Re: সেভারাসকে চূড়ান্ত সতর্কবার্তা
লাইফটাকে একটা সুযোগ দেওয়া উচিৎ.........
এই ছোট গণ্ডিই জীবন নয়, বৃষ্টিতে ভেজা, কাদায় ফুটবল খেলা, কখনও মাছ ধরা......
রাস্তায় না নামলে কিভাবে বুঝবেন সিগনাল লাল না সবুজ????
সেভারাস ভাই এই পান বিবির ফোরামটাই জীবন নয়...... আপনি জ্ঞানী মানুষ আপনাকে কি বোঝাব?? আপনি ভাল বিশ্লেষক, ফটোগ্রাফার কিন্তু ছোট খাট বিষয়ে এমন আচরণের জন্য দিনশেষে কেউ মনে রাখবে না ভাল দিকগুলি
শুধু একটা কথা বলি অরুন্ধতী রায়ের গড অফ স্মল থিংস পড়ে দেখবেন
৫ ২৯-০৬-২০১৩ ১৪:০১ সর্বশেষ সম্পাদনা করেছেন হৃদয়১ (২৯-০৬-২০১৩ ১৪:০২)
Re: সেভারাসকে চূড়ান্ত সতর্কবার্তা
তাঁর আচরণে অত্যন্ত বিরক্ত থাকলেও আশা করব নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করবেন।
Re: সেভারাসকে চূড়ান্ত সতর্কবার্তা
ফোরামের কোন পোস্টে বিধি-লংঘনকারী কিংবা দৃষ্টিকটু উপাদান (ভুল বানান ইত্যাদি) যাতে না থাকে সেজন্য অবশ্যই নজরদারি থাকবে। তবে সেটা হওয়া উচিত সঠিক চ্যানেলের মাধ্যমে। অন্য সদস্যরাও যে ভুল ধরিয়ে দিতে পারবেন না এমন নয়। তবে সেটা যথেষ্ট বিনয়ের সাথে ও স্যানিটাইজ্ড হওয়া উচিত যাতে উদ্দিষ্ট ফোরামিক মনে কষ্ট না পান, কিংবা, মানসিকভাবে ডিস্টার্ব্ড না হন। সরাসরি কমেন্ট করার সুবিধা-অসুবিধা দু'টোই আছে। সরাসরি কমেন্ট করলে অন্যরাও এসব ব্যাপার সম্পর্কে সচেতন হতে পারেন। কিন্তু সরাসরি কমেন্ট করতে গিয়ে যদি যত্রতত্র খবরদারী, অসহিষ্ণুতা ও কাঠখোট্টা মনোভাবের প্রকাশ ঘটে থাকে তাহলে হিতে বিপরীতই হয়। বরং, এক্ষেত্রে গোপন বার্তার সাহায্য নেওয়াই শ্রেয়তর পছন্দ হওয়া উচিত বলে মনে করি। আরো একটি ভালো অপশন আছে- "অভিযোগ" বাটনের সাহায্য নেয়া।
এটা একান্তই ব্যক্তিগত মত।
Re: সেভারাসকে চূড়ান্ত সতর্কবার্তা
আল্লাহ সবাইকে ভালো হবার তওফিক দান করুন। আমিন
Re: সেভারাসকে চূড়ান্ত সতর্কবার্তা
সেভারাসের ব্যক্তিত্বের(পার্সোনালিটি) সমস্যা।
ENJOY AS U LIKE IT
১২ ২৯-০৬-২০১৩ ১৬:৫০ সর্বশেষ সম্পাদনা করেছেন আউল (২৯-০৬-২০১৩ ১৬:৫০)
Re: সেভারাসকে চূড়ান্ত সতর্কবার্তা
Re: সেভারাসকে চূড়ান্ত সতর্কবার্তা
আশা করি ভাই তার সঠিক লিখনির মাধ্যমে ফোরামকে সমৃদ্ধ করবেন
১৫ ২৯-০৬-২০১৩ ১৭:১৬ সর্বশেষ সম্পাদনা করেছেন সেভারাস (২৯-০৬-২০১৩ ১৭:১৭)
Re: সেভারাসকে চূড়ান্ত সতর্কবার্তা
Re: সেভারাসকে চূড়ান্ত সতর্কবার্তা
ENJOY AS U LIKE IT
Re: সেভারাসকে চূড়ান্ত সতর্কবার্তা
আমার মনে হয় এই পোস্টটি এভাবে না করে সরাসরি সেভারাস ভাইকে নোটিশ করলেই হতো।
আমার সমস্যা সরাসরি আমাকে জানানোটাইতো ভালো, সবার সমনে নিয়ে আসার কি দরকার!
Re: সেভারাসকে চূড়ান্ত সতর্কবার্তা
একটু আকটু দুষ্টুমি করলে কী যে সমস্যা হয় বুঝিনা।