Re: ডায়াবেটিস গ্লুকোজ মিটার প্রসঙ্গ
৩ ২৮-০৬-২০১৩ ১৬:৩৫ সর্বশেষ সম্পাদনা করেছেন msus (২৮-০৬-২০১৩ ১৬:৫১)
Re: ডায়াবেটিস গ্লুকোজ মিটার প্রসঙ্গ
প্রথমেই ধন্যবাদ জানাই invarbrass ভাইকে আপনার মূল্যবান মতামত দেয়ার জন্য। আসলে এই মিটার টা খুবই গুরুত্বপূর্ণ কেননা এখন ঘরে ঘরে ডায়াবেটিস রোগী পাওয়া যায় হয় কারও মা-বাবা, চাচা, খালা, ফুফু, নানা-নানি, দাদা-দাদি অথবা বংশের অন্য কেও ।
এই জন গুরুত্বপূর্ণ DEVICE সম্পর্কে কিন্তু ভালো কোনও ধারণা খুব কম মানুষেরই আছে।
আসলে এইটা নিয়ে একটা পোস্ট দরকার।
onetouch, Accu-check etc এই device গুলো ভালো কিন্তু Strip এর দাম অনেক বেশি ।
আমার পরিচিত একজন দেশের বাইরে থেকে ডিভাইস আনাইছে কিন্তু Strip বাংলাদেশে পাওয়া যায় না। দোকানে গিয়ে দেখলাম onetouch এর Strip যেই দাম তা দিয়ে নতুন আরেকটা onetouch device কেনা যায় ।
Confuse. দেখা যাক forum এর বাকিদের অভিজ্ঞতা।
৪ ২৮-০৬-২০১৩ ২০:৪৪ সর্বশেষ সম্পাদনা করেছেন ভালোবাসার কোড (২৮-০৬-২০১৩ ২০:৪৭)
Re: ডায়াবেটিস গ্লুকোজ মিটার প্রসঙ্গ
৫ ২৮-০৬-২০১৩ ২০:৫১ সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (২৮-০৬-২০১৩ ২১:০৮)
Re: ডায়াবেটিস গ্লুকোজ মিটার প্রসঙ্গ
প্রায় সব ব্র্যাণ্ডের স্টৃপের দামই ২২ থেকে ২৫ টাকার মত পড়বে যদি আলাদা করে খোলা স্ট্রিপ কেনেন। তবে পুরো বটল কিনলে সাশ্রয় হবে। ওয়ানটাচ স্ট্রীপ ৫০ প্যাকের দাম সম্ভবতঃ ৭০০/-র কমে পাবেন।
তবে খোলা স্ট্রিপ কেনা একদমই উচিৎ হবে না। স্ট্রিপগুলো এয়ারটাইট কন্টেনারে সংরক্ষিত থাকে। সেন্সরের মেকানিজম ডিটেলস মনে নাই, যতদূর মনে পড়ে স্ট্রিপগুলোতে গ্লুকোজ অক্সিডেজ রিএ্যাজেণ্ট প্রলেপ দে্যা থাকে - রক্তের সংস্পর্শে এলে এটা ব্লাড গ্লুকোজ ব্রেকডাউন করে লম্বাচওড়া কি কি সব এসিড-বেইজ তৈরী করে। আর সবশেষে মিটারগুলো ব্লাডের মধ্যে ইলেক্ট্রিসিটি পাস করিয়ে ভোল্টেজ গ্রেডিয়েন্ট পরিমাপ করে গ্লুকোজ লেভেল বের করে। বুঝতেই পারছেন, স্ট্রিপ বেশিক্ষণ খোলা বাতাসে রাখলে কেমিকেল এজেন্ট-গুলোর মান নষ্ট হবার সম্ভাবনা থাকতে পারে। গরীব রোগীদের অবশ্য এ ছাড়া উপায়ও নেই। তবে স্ট্রিপের দাম এত অত্যধিক বেশি কেন কোনো ধারণা নেই।
৭ ২৮-০৬-২০১৩ ২১:১৪ সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (২৮-০৬-২০১৩ ২১:১৭)
Re: ডায়াবেটিস গ্লুকোজ মিটার প্রসঙ্গ
@ভিবি ভাইঃ এখন নিউ স্কুল এন্ডোক্রিণোলজিস্টরা ইনটেনসিভ ম্যানেজমেন্টের দিকে বেশি জোর দিচ্ছেন। অনেকেই দিনে ৩/৪ বার রীডিং (@ each meal-time + before & after bed) নিতে উপদেশ দেন। পেশেন্ট নিজেই প্রো-এ্যাক্টিভলী নিজের লেভেল মনিটর করতে পারে। স্মার্টফোনগুলো এসে খুব ভালো হয়েছে। এ্যাপমার্কেটে গ্লুকোজ ট্র্যাকিং/লগিং এ্যাপ আছে ভুরি ভুরি। ফৃ এ্যাপগুলোতেও অটোমেটিক ডেইলী এ্যাভারেজ বিজি লেভেল স্ট্যাটস, hba1c ক্যালকুলেশন, চার্টিং ইত্যাদি সুবিধা পাওয়া যায়... শ্যুগার ট্র্যাকিং এখন খুবই সহজ। মান্ধাতা আমলের ঐ "টয়লেটে-বসিয়া-আমি-ডায়াবিটিস-ডাইরী-লিখি"-র দিন শেষ
@msus ভাইঃ ইফেক্টিভ গ্লুকোজ ম্যানেজমেন্টের জন্য একটি এ্যাণ্ড্রয়েড ফোনও নিয়ে নিন।