Re: Windows 8.1 Preview
আজ সকালেই বিবিসিতে এটা নিয়ে খবর দেখাচ্ছিল।
স্টার্ট বাটন দিয়ে ভাল করেছে, এমনিতেই ৮ একটু গোলমেলে লাগে। এ কারণে এখনও ৭ এই আছি।
৩ ২৭-০৬-২০১৩ ০০:১৫ সর্বশেষ সম্পাদনা করেছেন রণ_এথিক্যাল হ্যাকার (২৭-০৬-২০১৩ ০০:১৭)
Re: Windows 8.1 Preview
Re: Windows 8.1 Preview
বেটা ইন্সটল করবো না, ওরা বলেই দিসে, বেটা ইনস্টল করলে পরে যত মেট্রো এ্যাপ আছে সেগুলা নতুন করে ইনস্টল করতে হবে ফাইনাল ইনস্টল করতে গেলে। আবার এই যন্ত্রনা সহ্য হবে না। তারথেকে পরে থাক, এমনিতেও ইউজ করা হয় না।
Re: Windows 8.1 Preview
ধুর ম্যাকের মত মজা কোথাও নাই
৮ একদিন ইউজ করছি হাত পা কিছুই খুঁজে না পাওয়ায় আবার ৭ এ ব্যাক
৭ ২৭-০৬-২০১৩ ০১:১৬ সর্বশেষ সম্পাদনা করেছেন হৃদয়১ (২৭-০৬-২০১৩ ০১:১৬)
Re: Windows 8.1 Preview
Re: Windows 8.1 Preview
আমিতো ৮ ই ব্যাবহার করছি, খারাপ লাগতেছে না। ৭ এর চেয়ে অনেক হালকা মনে হয়, স্টার্ট মেনু আলাদা ইন্সটল করে নিয়েছি।
আমি নতুনত্বে বিশ্বাসী, নতুন যেটা বের হবে সেটা আমার চাইই। ভালো-খারাপ পরের হিসাব।
Re: Windows 8.1 Preview
Ubuntu / SuSE / Mac এগুলোর সুবিধা হচ্ছে এদের ইন্টারফেস বদলায় না, কিন্তু ফীচার বাড়তে থাকে। কাজেই ফীলস লাইক হোম অবস্থা!
উইন্ডোজ একটু এডভান্সড, এন্ড ইউজারদের ভিজ্যুয়াল রিকোয়্যারমেন্ট চিন্তা করে একটু আধটু চেঞ্জ করে বটে, তবে কিনা, বেসিক প্রোবলেম যা থাকার তাই থেকে যায়।
১০ ২৭-০৬-২০১৩ ০২:১৫ সর্বশেষ সম্পাদনা করেছেন রণ_এথিক্যাল হ্যাকার (২৭-০৬-২০১৩ ০২:১৮)
Re: Windows 8.1 Preview
Re: Windows 8.1 Preview
হায়রে, সারা জীবন অল্ডই থাইকা যামু
এখনো এক্সপি ই চালাইতাছি এইট বাজার থেকে ডিস্ক কিন্না আইনা ইন্সটল দিছিলাম। আগা মাথা কিছুই বুঝি নাই। আবার আগের এক্সপি
Re: Windows 8.1 Preview
প্রডাক্টিভিটির হিসেবে উইন্ডোজ ৮ আসলেই ভয়ানক খারাপ। মেট্রো থেকে বার বার ডেস্কটপে সুইচ করাও বিশাল ভেজাল যদি টাচ স্ক্রিণ না ইউজান। মোটকথা এটা কনসিউম করার মতো কিছু হয় নাই। ইভেন ফাইল এক্সপ্লোরারের উপরের দিকের বাটন গুলাও কেমন জানি মরা মরা লাগে।
Re: Windows 8.1 Preview
Re: Windows 8.1 Preview
স্টার্ট মেনু নিয়ে এতোদিন পরেও আবার হইচই কেন বুঝছি না?
মেট্রো নিয়ে বেশ আরামেই তো আছি। প্রথম দিকে স্টার্ট মেনু না দেখে একটু গড়বড় লেগেছিলো বটে, মেট্রো-ফেট্রো দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে গেছিলাম ঠিকই। তবে কিছুক্ষণের মধ্যে উপলব্ধি হয়েছিলো - আমি নিজেও আসলে গত ৩/৪ বছর ধরে স্টার্ট মেনু ব্যবহার করছিলাম না, পুরোটাই Launchy (এবং ফৃকোয়েণ্টলী ইউসড এ্যাপগুলো টাস্কবারে শর্টকাট করা) মেট্রো-তে অভ্যস্ত হয়ে যাবার পরে এখন আর লন্চী-ও তেমন ব্যবহার হয় না।
যাঁরা আশংকা করছেন (বা স্টার্ট৮ জাতীয় ৩র্ড পার্টি স্টার্টমেনু ইনস্টল করেছেন), কিছুদিন মেট্রো ব্যবহার করে দেখুন - আর কিছু না হলেও স্টার্ট মেনুর চাইতে অন্ততঃ ১০গুণ দ্রুত গতিতে দরকারী এ্যাপ খুজেঁ পাবেন। একবার মেট্রোতে অভ্যস্ত হয়ে পড়লে স্টার্ট মেনু অপ্রয়োজনীয় বলে মনে হবে।
Re: Windows 8.1 Preview
ENJOY AS U LIKE IT