রণ_এথিক্যাল হ্যাকার লিখেছেন:মেট্রোর আরাম একমাত্র টাচ-স্ক্রীন ছাড়া পাওয়া সম্ভব নয়। আর স্টার্টমেনু মনে হয় না প্রাগৈতিহাসিক ব্যবহারকারী ছাড়া কারো দরকার পড়বে। আমি রেইনমিটার আর রকেট ডক ব্যবহার করি। টাস্কবারবারটা সাইডে ফেলে রেখেছি দরকারী সফটগুলাকে পিনআপ করে।
কীবোর্ড দিয়েও পাওয়া সম্ভব 
রণ_এথিক্যাল হ্যাকার লিখেছেন:মেট্রোর সার্চটা বেশ ফাংশনাল তবে দরকারী অ্যাপ বলতে যদি মেট্রো অ্যাপ বুঝিয়ে থাকেন তাহলে বলতেই হয় ব্রাউজার, অফিস বা মিডিয়া প্লেয়ারের মত নিত্য ব্যবহার্য মেট্রো অ্যাপ নেই। ডেস্কটপ অ্যাপই যদি ব্যবহার করতে হয় তাহলে মেট্রো আর ডেস্কটপ দুটা ইন্টারফেস একসাথে শিখার মত ঝামেলায় ব্যবহারকারীদের ফেলায় কী দরকার ?
আসল কথাই উল্লেখ করা হয় নি
আমি উইন্ডোজ ৮ এ্যাপ ইউজ করি না, অতি-সাধারণ বোরিং ডেস্কটপ এ্যাপলিকেশন ইউজার। প্রথমদিকে ২/৩ টা মেট্রো-এ্যাপ ট্রাই করেছিলাম - ডেস্কটপে ওগুলো গিমিক বলে মনে হওয়ায় আর ব্যবহারই করি নাই। আমি ১০১% রেগুলার ডেস্কটপ ইউজার। এখন বরং ভুলে মেট্রো এ্যাপ চালু করে ফেললে সাথে সাথে এক্সিট করি। বাসায় কিছুদিন আগে আল্ট্রাবুক কেনা হয়েছে - ওটার টাচস্কৃণে মেট্রো এ্যাপস চালিয়ে মজাই লেগেছিলো অবশ্য।
যাকগে, স্টার্ট মেনুর তুলনায় মেট্রো মেনু (বা উইণ্ডোজ ৭-এ লন্চী-র মত এ্যাপ লোডার) কেন প্রেফার করি - ধরুন আপনি নোটপ্যাড প্রোগ্রামটি চালাতে চান। স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশনঃ
স্টার্ট মেনুঃ
১) বাচ্চারা প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করো
২) অল প্রগ্রামস সাব মেনুতে ঢোকো (ক্লিক বা মাউস হোভার করে)
৩) এ্যাক্সেসরীস সাব মেনুতে ঢোকো (ক্লিক বা মাউস হোভার করে)
৪) লম্বা লিস্ট থেকে নোটপ্যাড খুঁজে বের করো (হিডেন থাকলে আনহাইড করো... ১ মোর ক্লিক) 
৫) নোটপ্যাড আইকনে ক্লিক করো 
মেট্রো মেনুঃ
Winkey + n (অথবা no), Press <Enter> 
লন্চীঃ
Alt+Spacebar + n , Press <Enter> 
আশা করি আর কিছু বলা লাগবে না
তাছাড়া মেট্রোমেনু এবং লন্চী দু'টোই কিন্চিৎ ইন্টেলিজেন্ট (আপনার ইউসেজ প্যাটার্ণ/হিস্ট্রী মনে রাখবে)। প্রথম কয়েকবার হয়তো নোটপ্যাড সার্চ রেজাল্টের শীর্ষে থাকবে না, "not" সার্চ স্ট্রিং টাইপ করা লাগবে। তবে কয়েকবার নোটপ্যাড ব্যবহার করলে তারপর থেকে #১-এ প্রোগ্রামটি চলে আসবে, এবং এরপর থেকে শুধু "n" টাইপ করলেই চলবে।
Calm... like a bomb.