Re: সিপল ক্রিস্পি স্কুইড
আচ্ছা অক্টোপাস কি খাওয়া যায়?
হারাম/হালাল জানিনা। বাচ্চা অক্টোপাস খাওয়া যায়। বুড়োগুলোর মাংস নাকি রাবারের মত। (আমি কিন্তু খাই নাই )
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিবিধ » রান্নাঘর » সিপল ক্রিস্পি স্কুইড
আচ্ছা অক্টোপাস কি খাওয়া যায়?
হারাম/হালাল জানিনা। বাচ্চা অক্টোপাস খাওয়া যায়। বুড়োগুলোর মাংস নাকি রাবারের মত। (আমি কিন্তু খাই নাই )
ভেরি টেস্টি খাবার মনে হচ্ছে।
সামাদাদোতে স্কুইড খাই। বউ খায় না আমার পাতে তুলে দেয় সব।
খেতে চিংড়ির মত। কাটার পর দেখতে নারকেলের টুকরার মত। নির্দিষ্ট পরিমানের বেশি খাইতে পারি না।
কাজী আলী নূর লিখেছেন:আচ্ছা অক্টোপাস কি খাওয়া যায়?
হারাম/হালাল জানিনা। বাচ্চা অক্টোপাস খাওয়া যায়। বুড়োগুলোর মাংস নাকি রাবারের মত। (আমি কিন্তু খাই নাই)
ছোটো না বুড়া জানি না, তবে প্রচুর অক্টো-স্যুপ খেয়েছি। রাবারের মত ঠিকই - তবে "খাবার"-টির স্পেশালিটি কিন্তু ওটাই।
বাংলাদেশে বড় রেস্টুরেন্টে অক্টোপাস/স্কুইড তেমন না পাওয়া গেলেও কাটলফিশ ঠিকই পাওয়া যায় - এটাও খেতে প্রায় একই রকম।
অক্টোপাস, স্কুইড, কাটলফিশ - সবই সেফালোপড গোত্রের প্রাণী (সেফালো-পড মানে মাথা আর পা একসাথে )
nO MORE OFF tOPIC PLZ
T H A N K Y O U
প্রথম ছবি দেখে জিভে জল এসে যায়, তবে যেখানে চিংড়িই খাইনা সেখানে স্কুইড খাওয়া সম্ভব না।
আহারে!!! কি এক খানা পোস্ট দিলাম কমেন্টে কমেন্টে ভরে গেছে !!
![]()
![]()
![]()
সব হালাল আর হারাম নিয়া আলোচনা।
![]()
টপিক নিয়া কেউ কিছু বলে না
হইতো না !!!!
![]()
চার জনরে ট্যাগ দিয়া বাকিদেরকে না খাওয়াইলে এমনই হবে।
দেখি সামনের মাসে ঢাকা যাবার কথা আছে, বাজেটে কুলালে স্কুইড খেয়ে আসবো। কাঁকড়া খাওয়ার অভিজ্ঞতা আছে। বেশ ভালোই। আশাকরি স্কুইডও ভালোই লাগবে।
এখানে হালাল হারাম নিয়ে খুব চিন্তা থাকলে আলাদা টপিক খুলে প্যাঁচাল পাড়ুন। অনুগ্রহ করে অযথা অফটপিক করবেন না। ধন্যবাদ।
প্রজন্ম ফোরাম » বিবিধ » রান্নাঘর » সিপল ক্রিস্পি স্কুইড
০.০৬৬৭০৬৮৯৫৮২৮২৪৭ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৩.২৭০০৯৫৪৫০৫ টি কোয়েরী চলেছে