টপিকঃ হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইলো না কেহ...
তৃষ্ণা হয়ে থাক কান্না-গভীর ঘুমে মাখা।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » চারুকলা » হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইলো না কেহ...
উদাসীন ভাই কিডা এইটা ?
সুন্দর হইছে
উদাসীন ভাই কিডা এইটা ?
সুন্দর হইছে
নাদিয়াপু
শরীফ আহম্মেদ লিখেছেন:উদাসীন ভাই কিডা এইটা ?
সুন্দর হইছেনাদিয়াপু
![]()
আহারে, ছবি ভাই, সব জায়গায় নাদিয়াকে পায়। এটা নাদিয়ার ছোট বোন
খুব চেনা চেনা লাগছে ।
ছবি-Chhobi লিখেছেন:নাদিয়াপু
![]()
আহারে, ছবি ভাই, সব জায়গায় নাদিয়াকে পায়। এটা নাদিয়ার ছোট বোন
নাদিয়ার পাত্রি দেখানোর ফডো
এটা নাদিয়ার ছোট বোন
এই দূর্ঘটনা কবে ঘটলো?
বাই দ্যা ওয়ে শিশুসুলভ চিত্র ভালো লেগেছে
ভিঞ্চি একেছে মোনালিসা,
উদাসীনের এ কোন লিসা?
মুখে হাসি নাই রমনীর তবে,
যাই বলি তা কমই হবে।
রূপসীর রূপ সবার চোখে,
ছবি হয়ে রয় উদার বুকে।
পেন্সিলের কারুকলা দেখে
মন্তব্য তাই দিলাম লিখে।
প্রজন্ম ফোরাম » চারুকলা » হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইলো না কেহ...
০.০৬৭৮৯৩০২৮২৫৯২৭৭ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৬.৮৪৬৯৫৫৮২৩০৬৮ টি কোয়েরী চলেছে