টপিকঃ মনটা ভাল হয়ে গেল
উবুন্টু লিনাক্স নিয়ে বেশ সমস্যা ছিলাম। এতদিন স্ক্রীন রেজুলেশন ৬৪০*৪৮০ এর বেশি হত না। ৬.১০ ইনস্টলের পর তা বেড়ে গিয়ে দাড়াল ৮০০ *৬০০ তে। এর বেশি নয়। অথচ আমি এক্সপি চালাই ১০২৪*৭৬৮ তে।
এরউপর এমপিথ্রি চালাতে পারি না। রাগে গা গরগর করছিল। অবশেষে সন্ধান পেলাম ভিএলসি প্লেয়ারের। আগেই ডাউনলোড করেছিলাম। ইনস্টল দিতে গেলাম, বলছে ডেপেন্ডেন্সি সমস্যা।
পরে আবার খুজে খুজে ইনস্টল কমান্ড পেলাম।
sudo apt-get install vlc
বাস, ডাউনলোড শুরু হয়ে গেল। ইনস্টল শেষে গান বাজানো শুরু করলাম। শ্রীকান্তের গান শুরু হওয়া মাত্র রাগগুলো তাঁর খোলা জানালা দিয়ে উড়ে গেল ।