সর্বশেষ সম্পাদনা করেছেন আশিফ শাহো (১৬-০৬-২০১৩ ০৩:৪৩)

টপিকঃ ওডেস্কে ক্লায়েন্ট অসঙ্গত ব্যাড ফিডব্যাক দিয়েছে এখন করনীয় কি?

Re: ওডেস্কে ক্লায়েন্ট অসঙ্গত ব্যাড ফিডব্যাক দিয়েছে এখন করনীয় কি?

গুরুত্বপূর্ণ লেখাটির জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুধু ফিডব্যাকই নয়, ওডেস্কে যে কোনো বিষয়েই সততার সঙ্গে প্রমাণ দিতে পারলে ওরা ধৈর্য্যসহকারে সহায়তা করে।

অনেক আগে আমি একটি ফ্রিল্যান্সার গ্রুপের মেম্বার ছিলাম ওডেস্কে। তখন কয়েকটা কাজ করে ৮৪ ডলার অর্জন করেছিলাম। কিন্তু গ্রুপের অ্যাডমিন আমাকে একটা টাকাও দেয় নাই। পুরোটা মেরে দিয়েছে। এতে ওডেস্কের কিছু করার নেই, কারণ ওই অ্যাডমিনের সঙ্গে আমার আনুষ্ঠানিক কথাবার্তা ওডেস্কের মাধ্যমে হয় নি। কিন্তু ওডেস্কে অভিযোগ করামাত্র ওরা আমার কাছে প্রমাণ চাইলো। আমি সর্বশেষ ছয় মাসের ইমেইল ও অন্যান্য প্রমাণাদি দাখিল করার পর (ইতোমধ্যে ওই অ্যাডমিন আরেকজনের সঙ্গে একই প্রতারণা করেছে। সেও অভিযোগ করেছে ওডেস্কে, কিন্তু সে প্রমাণ দাখিল করতে পারে নি) ওডেস্ক তার অ্যাকাউন্ট ফ্রিপ করে দিয়েছিল। তখন সম্ভবত তার অ্যাকাউন্টে বেশ কিছু ডলার ছিল।

ওই ঘটনা থেকে প্রমাণ পেয়েছি যে, কেউ যদি সততার সঙ্গে প্রমাণসহ সহায়তা চায়, ওডেস্ক এদিক দিয়ে প্রচুর সহায়তা করে।

Re: ওডেস্কে ক্লায়েন্ট অসঙ্গত ব্যাড ফিডব্যাক দিয়েছে এখন করনীয় কি?

আমি ফ্রিল্যান্সিং জগতে নতুন সবে মাত্র SEO শিখতে শুরু করছি। তাই টপিকটি পরার পর ওডেস্কের ওপর আস্থা আরও বেড়ে গেলো। সুন্দর টপিক তাই প্লাস না দিয়ে পারলাম না।

Re: ওডেস্কে ক্লায়েন্ট অসঙ্গত ব্যাড ফিডব্যাক দিয়েছে এখন করনীয় কি?

উপকারি পোস্ট ৷

Re: ওডেস্কে ক্লায়েন্ট অসঙ্গত ব্যাড ফিডব্যাক দিয়েছে এখন করনীয় কি?

গুরুত্বপূর্ণ লেখা। শেয়ার করার জন্য ধন্যবাদ।

Re: ওডেস্কে ক্লায়েন্ট অসঙ্গত ব্যাড ফিডব্যাক দিয়েছে এখন করনীয় কি?

সবাইকে ধন্যবাদ উৎসাহ দেবার জন্য, আরো দুটা পোষ্ট ড্রাফট করা ছিল, সার্ভার ক্রাস খেয়ে মুছে গেছে দেখি সময় করে লিখবো  sad

Re: ওডেস্কে ক্লায়েন্ট অসঙ্গত ব্যাড ফিডব্যাক দিয়েছে এখন করনীয় কি?

Re: ওডেস্কে ক্লায়েন্ট অসঙ্গত ব্যাড ফিডব্যাক দিয়েছে এখন করনীয় কি?

অনেক গুরুত্ব পৃর্ন পোস্ট  shame