টপিকঃ HTML পরীক্ষা দিতে চাই
ডব্লিউথ্রিস্কুল থেকে এইচটিএমএল শিখছি। খুব আস্তে ধীরে। ইতোমধ্যে অনেকখানি এগিয়ে গেছি। কিছু কিছু সমস্যা যে হচ্ছে না তা না- যেমন- কয়েকটা চ্যাপ্টার শেখার পর হুট করে যদি মনে হয় ছবিতে কীভাবে লিংক বসাবো- তাহলে সাথে সাথে পারি না। বেশ কিছুক্ষণ ট্রাই করার পর সেটা করতে পারি। যা হোক, আশা করি এই মাসের মধ্যে ওখানে এইচটিএমএল-এর যা যা আছে সেগুলো সম্পর্কে প্রাথমিক আইডিয়া হয়ে যাবে।
সমস্যা হচ্ছে, থিওরিটিক্যাল আইডিয়া হওয়া এক কথা আর বাস্তবে কাজে লাগানো এক কথা। হয়তো দেখা গেল, সবই পারি, তাত্ত্বিকবাবে, কিন্তু বাস্তবে কাজে লাগাতে পারছি না। এ অবস্থায় এইচটিএমএল শেখার পর এমন কি কোনো ওয়েব সাইট আছে যেখানে হাতেকলমে কিছু করা যাবে? ধরুন সেখানে কিছু সমস্যা দেয়া থাকলো, ইউজাররা সেটা সমাধান করবে। সমাধান না করতে পারলে কোথায় কোথায় প্রবলেম আছে, তাও সাইটটি দেখিয়ে দিবে। এ ধরনের কোনো সাইট থাকলে কিছু প্র্যাকটিস করতে পারতাম। এ ব্যাপারে আপনাদের সহায়তা কাম্য।