টপিকঃ গল্প শোনার দিন
গল্প শোনার দিন
এখনই কি ফুরিয়ে যাচ্ছি আমি?
ফুরিয়ে কি যায় গল্প শোনার দিন, উদাস বাউলের গান।
যন্ত্রণাবিদ্ধ জীবন উপড়ে ফেলা
আলোকঝরা দিন?
সেই কবেকার কথা, দিনান্তের মলিন আলোয়
জ্বলে ওঠা লন্ঠনের উচ্ছ্বাস। শূন্য পাকস্থলীকে হারিয়ে দেওয়া
আগামী প্রকৃত সম্ভাবনা।
ঠাকুমার ঝুলি ভরা সন্দেশের মতো
লোভনীয় প্রিয় মুগ্ধতা।
এভাবেই কেটে যেত দিন,
বিড়ম্বিত যন্ত্রণার মাঝে কতিপয় প্রাণের আকুতি।
এখনও কি কারোর ঝুলি ভরা মিষ্টত্বের খোঁজে
অভিযানে নামে কিশোর-কিশোরী মন!
কোথায় ব্যাঙ্গমা-ব্যাঙ্গমী কিংবা রাজপুত্র-রাজকন্যা,
জীয়নকাঠি মরণ কাঠির ছোঁয়া,
কোথায় ভালবাসার মায়াবী সূর্যোদয়!
কেন আমার ঝুলি কেবলই শূণ্য থেকে যায়,
উত্তরপুরুষদের জন্য কি তবে রেখে যাবো
শূণ্য ঝুলির উপাখ্যান।
এখনই ফুরিয়ে যেতে চাইনা।
তোমরা সকলেই ফিরে চলো শেকড়ের টানে।
ভরে তোলো ঝুলি ভরা গল্পের ভিয়েন রসে।
চারিদিকে সতর্ক নজর রেখো, দেখো কোথায়
কোন প্রিয় ঠাকুমার দল ঝুলি থেকে বের করে
আনছে একটার পর একটা গল্প।
রাক্ষসের পরাজয় শেষে রাজপুত্রের সমূহ উত্থান।
ঝুলি থেকে বেরিয়ে আসছে
একের পর এক স্বপ্ন , স্বপ্ন-মাদকতা!