Re: লিনাক্স মিন্ট ১৩ মায়াতে ব্রোকেন প্যাকেজ / ডিপেন্ডেন্সি সমস্যা - solved
sudo apt-get upgrade কমান্ড দিলে কি এরর দেয়?
অথবা sudo aptitude upgrade দিয়েও দেখতে পারেন, তবে yes করবেন না।
Re: লিনাক্স মিন্ট ১৩ মায়াতে ব্রোকেন প্যাকেজ / ডিপেন্ডেন্সি সমস্যা - solved
শিপলুকে ধন্যবাদ। সমস্যাটা সমাধান করতে পেরেছি।
কীভাবে করলাম সেটা টুকে রাখি। কারও কাজে লাগলেও লাগতে পারে।
শেষ আউটপুটের শেষের লাইনগুলো দেখে মনে হল wine এ সমস্যা। তাই প্রথমে ওটার মধ্যে ইনস্টল করা একটা ক্যাড (প্রোজক্যাড, ফ্রী ভার্সন) আনইনস্টল করলাম। তারপর সিনাপ্টিক থেকে ওয়াইন আনইনস্টল করার চেষ্টা করতেই আবার বলে libnss3 এবং এর দুইটা চ্যালা সমস্যা করছে। এগুলোর যেই ভার্সন ইনস্টল করা আছে এর পরও লেটেস্ট ভার্সন আছে। কিন্তু আপগ্রেড/আপডেট করতে বললে এরর দেয়।
মূল হোতা libnss3 কে ফোর্স ভার্সন (packages --> force version ...) করে লেটেস্ট করতে বললাম। তা-ও ঝামেলা করে।
এরপর কী মনে করে জানি packages --> automatically installed অপশনটাও অন করে দিলাম। এরপর Apply দিতেই দেখি কাজ শুরু করে দিল। একে একে সবই আপডেট হয়েছে।
===
বেশ কিছুদিন যাবৎ উবুন্টু টুইক দিয়ে কিছু ক্লিন করতে চাচ্ছিলাম। সমস্ত কিছু আপডেট হওয়ার পরে সেটা করতে সক্ষম হলাম (উবুন্টু টুইক ইনস্টল হল অবশেষে)। LAMP সার্ভারও ইনস্টল করতে পারলাম। আহ্, এবার আশা করছি পিএইচপি স্ক্রিপ্টগুলো (লার্নিং: w3schools) টেস্ট করতে পারবো।