টপিকঃ শখের কাজ........
হাতের কাজ করতে আমার খুব ভাল লাগে....... বিয়ের আগে অনেক করেছি....
কিন্তু এখন আর করা হয় না । পরিবারের অন্যান্যদের অনাগ্রহের কারণে । তবুও ফাঁক ফোঁকর পেলে
টুকটাক করে ফেলি সবার অগোচরে.......
বাসার আমার বরের ভাষ্য হলো টাকা দিয়ে সব কিনতে পাওয়া যায় সো কষ্টের কি দরকার
আরে বাবা..... নিজের হাতের তৈরী জিনিষের মর্যাদাই আলাদা এতে তৃপ্তি পাওয়া যায় অনেক ।
কিন্তু বুঝলে তো ।
তো এই কাজটি লুকিয়ে লুকিয়ে করতেছিলাম শ্বাশুড়ী দেখে বলে এইটা দিয়া কি কর ।
যা করতেছি তাই বললাম । উনি প্রতুত্তরে বললেন.......... বাসায় কাজ নাই তো তাই এসব হাবিজাবি কাজ কাম ........
গেল তো মনটা নষ্ট হয়ে । আমি ভাবলাম ধ্যত্তেরী যার যা ইচ্ছা বলুক ........ হাত যখন দিয়েছি শেষ করে নেই
বিয়ের আগে সুপারী গাছের খোল দিয়ে বানিয়েছিলাম ডাইনিং টেবিলের ম্যাট...... সবাই খুব প্রশংসা করেছিল । আর কত কিছু করেছি । কিন্তু এখন আর কিছুতেই উৎসাহ পাই না ।
টাকা দিয়া কি শখ কিনা যায়......????
যাই হোক ..... এই কাজটি তেমন গুরুত্বপূর্ন না বা তেমন সুন্দরও মনে হয় হয়নি । তারপরও শখের জিনিস সবার সাথে শেয়ার করা এই আর কি.......
পাপোষ
১। শাড়ির পাড় দিয়েই বেশী সুন্দর হয় যেহেতেু আমার কাছে এ ধরণের শাড়ীর পাড় নেই তাই আমার পুরাতন একটা উড়না দিয়ে বানিয়েছি । ঠিক নিচে যেভাবে দেয়া আছে সেভাবে
প্রথমেই তিন টুকরা নিয়ে বেনী করেছি লম্বা করে......
২। তারপর ঘুরিয়ে ঘুরিয়ে সুই সুতা দিয়ে হাতে সেলাই করে নিয়েছি.........
৩। তো ঝটপট তৈরী হয়ে গেল একটি পাপোষ । খাটের কাছে রাখলে পা মুছে বিছানায় উঠা যায়.... বিছানা ময়লা হয় না .........
আমার ছেলেরা খুব পছন্দ করেছে জিনিসটা...........
এই মেঘ এই রোদ্দুর