টপিকঃ আমি তো বাসিনি !
আমি তো তোমায় ভালোবাসি'নি
কিন্তু কাছে এলে তোমার চুলের সুবাসে
আমি হারিয়ে যাই গহীন অরণ্যে ...
যখন তাকিয়ে রই তোমার নয়নে,
সমুদ্রের গভীর জলের ঠান্ডা অনূভূত হয়,
আমি তো তোমায় ভালোবাসি'নি
তবে তুমি আসছো দেখে আমার চোখগুলো
চকচকে করে উঠে কেনো !
এক মুহুর্তের ছোয়াতে কেন বিচলিত হয়ে উঠি !
আমি তো তোমায় ভালোবাসি'নি !
তবে লাল টিপটি কেন এতো আপন লাগে,
কেন দুঃস্বপ্নে আকাশে ঘন কালো মেঘ জমে,
বাতাসের চিৎকার গুলো কেন নিরুৎর হয়,
তবে এ কি ভালোবাসা নয়, তবে কি !