টপিকঃ “আসছে ৫জি”

“আসছে ৫জি”

হায় আমরা এখনও থ্রীজি (৩জি-THARD GENERATION) ভালভাবে পেলামনা এই ২০১৪ সালেও এসে। যদিও বিশ্বে অনেক দেশেই ২০০৮ সাল হতেই ৪জি এলটিই( LTE-LONG TERM EVOLUTION)  চালু হয়েছে।
আর ও বাবা এই কি শুনী, দক্ষিণ কোরীয় স্যামসাং ইলেকট্রনিক্স কোম্পানি বলেছে: তারা ২০২০ সালের মধ্যে ফাইভজি সেবা মুঠো ফোন ব্যবহারকারীদের নাগালে নিয়ে আসবে। তারা ৫জি প্রযুক্তি গবেষণায় প্রথমবারের মত সাফল্য পেয়েছে। তবে এর আগে এই বছরের(২০১৩) ফেব্রুয়ারি মাসে জাপানি কোম্পানি “এনটিটি ডোকোমো” ৫জির ক্ষেত্রে সাফল্য পেয়েছে বলে জানিয়েছিল। তবে তারা কবে ৫জি চালু করতে পারবে সে ব্যাপারে কোন তথ্য দেয়নি।স্যামসাং বলেছে ৪জির চেয়ে কয়েকশগুণ বেশি দ্রুত  সেবা দেওয়া যাবে ৫জি দিয়ে। আর এর ফলে মোবাইল ব্যবহারকারীরা  কোনরকম সীমাবদ্ধ ছাড়ায় উচ্চ ক্ষমতা সম্পন্ন ডিজিটাল মুভি আদান প্রদান বা ডাউন-লোড করা যাবে  ১ সেকেন্ডরও কম সময়ে। ওহ ভাবতেই ভাল লাগছে রে ভাই।
স্যমসাং আরও বলেছে যে: ব্যবহারকারীরা মোবাইলে থ্রিডি (৩ডি-THREE DIMENATION) মুভি দেখতে পারবে। থ্রিডি সংস্করণের গেমও খেলতে পারবে। এছাড়া ইউএইচডি( UHD- ULTRA HIGH DEFINATION) কন্টেন্ট ব্যবহার ও চিকিৎসা সেবায় ব্যাপক ভাবে অগ্রগতি আনবে।

গোলাম মাওলা , ভাবুক, সাপাহার, নওগাঁ

Re: “আসছে ৫জি”

২০২০ সাল দূরে আছে ততদিনে আমরাও পাব। (ভিশন ২০২১!)

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

Re: “আসছে ৫জি”

এসব শুধুই স্বপ্ন dream

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

Re: “আসছে ৫জি”

শুধু আপগ্রেড করে টেকনিকগুলোর এক একটা স্ট্যান্ডার্ড নাম দিয়ে দেয়। একটার চাইতে আরেকটার মডুলেশন মেথড, বিট রেট, এরর রেট, রেঞ্জ ইত্যাদিতে ভিন্নতা থাকে।

রাবনে বানাদি ভুড়ি :-(

Re: “আসছে ৫জি”

3g এখোনো পেলাম না আর কোথায় 5G । হাসালেন  lol

Re: “আসছে ৫জি”

৫জি-এর মূল বৈশিষ্ট্য কী?

Re: “আসছে ৫জি”

Re: “আসছে ৫জি”

২০২০ সাল দূরে আছে ততদিনে আমরাও পাব। (ভিশন ২০২১!)  ১০০% পাবেন না ...। ২০০৮ সালে ৪জী বিভিন্ন দেশে চালু হয়ছে ...। ১৪ সালের কাছে আশেও ৩জী পেলেন না ......। হা হা  big_smile

গোলাম মাওলা , ভাবুক, সাপাহার, নওগাঁ

Re: “আসছে ৫জি”

৩জির জমানা শেষ, ভারতের রিল্যায়েন্স কমিউনিকেশন তাই ৩জি বাদ দিয়ে সরাসরি ৪জি চালু করে দিচ্ছে, একবছরের মধ্যে তারা পশ্চিম বঙ্গের বেশির ভাগ সার্কেলে ৪জি পরিষেবা চালু করে দেবে! এই খবর শুনে অামি অার ৩জি সেট কিনছিনা cool এক্কেবারে ৪জি ই নেব।

Life IS Neither TEMPEST, NOR A midsummer NIGHT'S DREAM, BUT A COMEDY OF Errors,
ENJOY AS U LIKE IT

১০

Re: “আসছে ৫জি”

LTE স্পিডেই হ্যপি আর ৫জি আসলে তো  clap

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

১১

Re: “আসছে ৫জি”

big_smile crying big_smile surprised brokenheart :xLTE স্পিডেই হ্যপি আর ৫জি আসলে তো

গোলাম মাওলা , ভাবুক, সাপাহার, নওগাঁ

১২

Re: “আসছে ৫জি”

যা আছে তা এক্কেবারে খারাপ না... ৫ জি আসলে আসুক না আসলে নাই