Re: নির্দিষ্ট ব্যবহার টার্গেট করে সাশ্রয়ী অ্যানড্রয়েডের পরামর্শ চাই
Re: নির্দিষ্ট ব্যবহার টার্গেট করে সাশ্রয়ী অ্যানড্রয়েডের পরামর্শ চাই
শামীম ভাই আমিও আপনার মত মোবাইলে গান, ভিডিও, গেম এগুলি চালাই না। আমি ওয়াল্টনের জি-২ ব্যবহার করছি। দাম ১২৪৯০/-। বেশ ভাল জিনিস। সবকিছু খুব স্মুথ চলে। বর্তমানে এর আপডেট জি-৩ চলে এসেছে যেটিতে কোয়াডকোর প্রসেসর। কিন্তু দাম একই। এটি নিলে সবথেকে ভাল হবে।
Re: নির্দিষ্ট ব্যবহার টার্গেট করে সাশ্রয়ী অ্যানড্রয়েডের পরামর্শ চাই
সিম্ফোনী W35 বা ওয়াল্টন প্রিমো ডি১ নিয়ে নেন। আমি ডি১ ব্যবহার করেছি প্রায় ১ মাস। খুবই ভাল সার্ভিস। শুধু গেম খেলার সময় কিছুটা ল্যাগ করে।
আর বাজেট যদি ১০/১১ হয় তাহলে ওয়াল্টন জি১ নিতে পারেন।
Re: নির্দিষ্ট ব্যবহার টার্গেট করে সাশ্রয়ী অ্যানড্রয়েডের পরামর্শ চাই
পরামর্শগুলো কাজটাকে সরল করে দিচ্ছে। সকলকেই ধন্যবাদ। এই অপারেটটিং সিস্টেম এ্যাপস সহ চলার জন্য সিস্টেমে আসলে কত মেমরি আর প্রসেসিং স্পিড ডিমান্ড করে?
@ জাহিদ সুমন ভাই। বিগিনার হিসেবে আপাতত সাশ্রয়ী দিয়ে কাজ সারতে চাচ্ছি। পছন্দ হলে গ্যালাক্সি এস ৪ মিনি (আগে বাইর হউক) কিনতে চাইবো। কিন্তু আসলে অত ইনভেস্ট করাটা জাস্টিফাইড মনে হচ্ছে না আপাতত।
ওয়ালটন ডি-১ দাম: ৬৪৯০
-- চ্যাপ্টা এবং স্লিম আকারটা ভাল লেগেছে (113x60x10 mm)।
-- ব্যাটারী (১৫০০ বনাম ২০০০), মেমরি (২৫৬ বনাম ৫১২) এবং ওএস (২.৩ বনাম ৪.১) তিনটিতেই তুলনামূলক পিছিয়ে মনে হল।
-- দামেও ২০০ টাকা বেশি ।
সিম্ফনি W35 দাম: ৬২৯০
-- অন্য তিনটাতে এর স্পেক অপেক্ষাকৃত ভাল।
-- শেপটা ব্যক্তিগত লেভেলে অপেক্ষাকৃত কম আকর্ষনীয়
-- তবে সাইজ বা শেপ খুব বেশি ম্যাটার না। (117.5*62.5*13 mm)
ক্যামেরা দুইটাতেই সেইম স্পেক। কিন্তু কাজে কে ভাল কে জানে। জিপিএস কয়দিন টেকে জানিনা। স্ক্রিন আর পিক্সেল ডেনসিটি দুইটারই সেইম (৩২০*৪৮০)। এখন টাকা জোগাড় করতে হবে। না পারলে ক্রেডিটে কিনতে হবে (বউয়ের মৌখিক ধোলাইয়ের চান্স আছে)
Re: নির্দিষ্ট ব্যবহার টার্গেট করে সাশ্রয়ী অ্যানড্রয়েডের পরামর্শ চাই
Symphony w150, Walton N1, X1 দেখেন ঐগুলা হাতে নিলে অন্যান্য গুলো চালাতে মন চাবে না। আর এন্ড্রয়েডের জন্য কমপক্ষে ১ জিবি র্যাম দরকার (আমার মতে)। নাহলে সেট চালায়ে মজা নাই।
Re: নির্দিষ্ট ব্যবহার টার্গেট করে সাশ্রয়ী অ্যানড্রয়েডের পরামর্শ চাই
বেসিকালি যেই এ্যাপসগুলো ব্যবহার হবে, সেগুলো হল ব্রাউজার, ইমেইল, পিডিএফ এবং অফিস রিডার, বাংলা কীবোর্ড। এই কয়টা জিনিষ চালাইতে এ্যাত ram লাগলে তো মুশকিল। সবগুলো এ্যাপ একসাথে চালানোর দরকার হবে বলেও মনে হয় না।
মজার চাইতে কাজের জিনিষ হওয়া জরুরী। তবে ইনভেস্টমেন্টটা যদি আমার জীবনযাত্রার মানে উপযুক্ত মূল্য সংযোজন না করে (অর্থাৎ আনুপাতিক হারে আমার প্রোডাক্টিভিটি না বাড়ায়) তবে সেটার পেছনে আমি বিনিয়োগ করতে আগ্রহী না।
Re: নির্দিষ্ট ব্যবহার টার্গেট করে সাশ্রয়ী অ্যানড্রয়েডের পরামর্শ চাই
এন্ড্রয়েড যেহেতু নিবেন তাই প্রসেসর আর র্যামের ব্যাপারটা মাথায় রাখা উচিত । ডুয়ালকোর আর ১জিবি র্যাম ছাড়া ট্রু স্মুথনেস পাওয়া যায়না ।
পিএসঃ একটা XperiaZ অথবা S4 নেন আর সাথে একটা শটগান
Re: নির্দিষ্ট ব্যবহার টার্গেট করে সাশ্রয়ী অ্যানড্রয়েডের পরামর্শ চাই
ভাই আপনি খামাখা রাস্তার বড় ভাইদের টেনশন নিচ্ছেন। এগুলো এখন হয় না বললেই চলে আমি ও আমার বন্ধু পরিচিত, আত্মীয় কাউকেই গত এক দেড় বছরে এই ঘটনায় পড়েছে শুনি নাই। আপনি জীবনের ২/৩ অংশ এর বেশী কাটিয়ে দিলেন ঢাকায়, এছাড়াও আপনি এলেমদার লোক কোথায় কখন যেতে হবে, যাওয়া যাবে না, বাইপাস কী এটা আপনি অনেক ভালো ভাবেই জানেন, চিন্তার কিছু নাই......
মোটেও এটা নিয়ে টেনশন নিবেন না, যদি একান্ত টেনশন হয় আমার সাথে যোগাযোগ করিয়েন সেটের ইন্সুরেন্স করিয়ে দিব সাথে নজর সুরক্ষা কবজ
মোবাইল হিসেবে আমার ওয়ালটন এন-১ পছন্দ। তবে এই দামে সনি এক্সপেরিয়া ইউ সহ বেশ কয়েকটি এক্সপেরিয়া মডেল পাওয়া যায়
Re: নির্দিষ্ট ব্যবহার টার্গেট করে সাশ্রয়ী অ্যানড্রয়েডের পরামর্শ চাই
ভাইরে নিয়মিতভাবে রাত সাড়ে নয়টা দশটায় অফিস থেকে বের হয়ে বাসায় ফিরতে হয় ... ... ঘর পোড়া গরু --- আগেরবার দুইপাশ থেকে সিএনজিতে উঠে (তখন গ্রিল ছিল না) নোকিয়া ৩১১০ ক্লাসিক নিয়ে গিয়েছিলো ... পুরা পানিতে পড়েছিলাম --- টাকার লসের চেয়ে ডেটা (ফোনের এড্রেস বুক), কানেক্টিভিটি (কারণ ঐটাই মডেম হিসেবে ব্যবহার করতাম) হারিয়ে পুরা শূণ্য থেকে শুরু করতে হয়েছিলো। আমার রেকর্ড খুব ভালো এই ব্যাপারে: জাপান থেকে এসে এখানে জয়েন করার পর অফিস রুম থেকে পোর্টেবল হার্ডডিস্ক সহ অরিজিনাল সফটওয়্যার সিডি চুরি গেল। এরপর মোবাইল ছিনতাই। কিছুদিন আগে কাঁধের ব্যাগ থেকে পুরা ল্যাপটপ হাওয়া ( )। গুলশান-২ এ আমার বসের কোটের পকেট থেকে মোবাইল গেছে।
২য় ব্যাপারটা হল ইনভেস্টমেন্টের জাস্টিফিকেশন। এই ইনভেস্টমেন্ট আমার প্রোডাক্টিভিটি সমানুপাতিক হারে না বাড়ালে সেটা করবো না। আলগা ফ্যাশন বা শখ পরিহার করেছি বহুত আগে।
Re: নির্দিষ্ট ব্যবহার টার্গেট করে সাশ্রয়ী অ্যানড্রয়েডের পরামর্শ চাই
আপনি N1 নেন শামীম ভাই। প্রোডাক্টিভিটি বাড়াবে তাতে সন্দেহ নাই। পিডিএফ, ইমেইল ইত্যাদি কাজ করার জন্য বড় স্ক্রিনই বেটার।
N1 এর Quad Core Processor আর ১ জিবি র্যামের মাধ্যমে আগামী ২ বছর খুব আরাম করে কাটিয়ে দিতে পারবেন।
Re: নির্দিষ্ট ব্যবহার টার্গেট করে সাশ্রয়ী অ্যানড্রয়েডের পরামর্শ চাই
Re: নির্দিষ্ট ব্যবহার টার্গেট করে সাশ্রয়ী অ্যানড্রয়েডের পরামর্শ চাই
হয় আপনার রাশি খারাপ নয়ত আগের পার্টি নতুন পার্টিকে আপনার এড্রেস/লোকেশন/চেহারা শেয়ার করে......
তবে ল্যাপটপ ও অফিস থেকে সফটওয়ার হাড্ডির বিষয় দুঃখ জনক। হয়ত অরিজিনাল সফট কিভাবে ইউজ করতে হয় সেটাই জানেনা, ফেলে দিবে
আমার একটা কিল মি নাউ অভিজ্ঞতা বলি। ৩ বছর আগের কথা
এক বড় ভাইয়ের শ্যালিকা বড় ভাইয়ের ডেলের হাই কনফিগার ল্যাপটপ হাইজ্যাক করেছে, বড় ভাই আমেরিকা ফিরে যাবেন কিন্তু শ্যালিকা ল্যাপি নিয়ে যেতে দিবেন না। কিস্তির টাকা শোধ হয়নি বলেও কাজ হয় নি। এরপর উনি ফিরে যাবার সময় আমার ফোন নাম্বার দিয়ে গেলেন ল্যাপির কোন সমস্যার জন্য। ২/৩ দিন পর ফোন ওনার কাছে থাকা কোন সফট নাকি চলছে না
আমি ওনাকে ব্রিটিশ কাউন্সিলে আসতে বলি। এরপর দেখি যে সমস্যা কিছুই না ল্যাপটপটিতে ৬৪বিট ওএস দেওয়া। বেশ ভালো স্টুডিও সিরিজ। আর ওনার কাছে পেন ড্রাইভের সফট সব ৩২ বিট। আমি বললাম এসব সফট এর ৬৪ ভার্সন নেট থেকে নামিয়ে নিলেই হবে কিন্তু উনি নামাতে জানেন না/নামাবেন না। এরপর বললাম দরকারি গুলো বলুন আমি ২০০/৩০০ মেগায় যা হয় নামিয়ে দেব। একই কাজের ৫/৬ সফট সবই তার লাগবে...
এরপর সমাধান দিলাম বসুন্ধরা বা রাইফেল স্কয়ার আইডিবি থেকে ৬৪ বিট সফট কিনে নিন।
কোন সমাধান ওনার পছন্দ হলো না। সবশেষে পাইরেটেড ৭ হোম প্রিমিয়াম দিলাম। শেষে চিউ দিয়া ক্রাক। উনি খুশী। অনেক পেইড সফট ছিল পিসিটাতে ......... হয়ত বড়ভাইয়ের কাছে সিরিয়াল আছে হয়ত নাই
উনি অশিক্ষিত হলে কথা ছিলো না পড়তেন ঢাবিতে
দেশের মিডিয়া বিভিন্ন বিষয়ে এত বকবক করে/জ্ঞান দেয়। এই পাইরেটেড সফট বা ওএস নিলে কুলুপ এঁটে রয়েছে
Re: নির্দিষ্ট ব্যবহার টার্গেট করে সাশ্রয়ী অ্যানড্রয়েডের পরামর্শ চাই
শামীম ভাই আপনি N1 নেন। বড় স্ক্রিনে আপনার প্রোডাক্টিভিটি বাড়াবে বলে আমার ব্শ্বিাস। তাছাড়া ইবুক পড়া, ব্রাউজিং, ইমেইল, মুভি দেখা ইত্যাদি কাজের জন্য বড় স্ক্রিনই ভাল। আর পোলাপানের গেমগুলোও আরামসে খেলতে পারবে আগামী ২/৩ বছর।
N1 এর কোয়াড কোর প্রসেসর আর ১ জিবি র্যাম নিয়ে আগামী ২ বছর নিশ্চিন্ত থাকতে পারবেন।
Re: নির্দিষ্ট ব্যবহার টার্গেট করে সাশ্রয়ী অ্যানড্রয়েডের পরামর্শ চাই
স্লো ফোন চালাতে আপত্তি না থাকলে ওয়েলকাম টু এন্ড্রয়েড!
S4 না নিয়ে S2 নিতে পারেন। আমার চোখে অপটিমাইজড ফোন। দামও কম। সবদিকেই অসাধারন।
S4 is overkill.
লো বাজেট এন্ড্রয়েড নিয়ে আমার বরাবর আপত্তি আছে। একটা না একটা খুত থাকবেই। একই কনফিগারেশনের জিনিসে ১-২ হাজার পার্থক্য হলে মানায়, কিন্তু ৫-১০ হাজার হলে সেটাতে ঘাপলা মনে হয়।
আর বড়ভাইরা আমাকে সচারচর ইয়াদ করে না। রাত বেরাতে ঘুরে বেড়ানোর অভ্যেস আছে তাও।
কারন আছে অবশ্য, আমাকে দেখে কেউ মনে করে না যে এই ছেলের কাছে ডিএসএলআর বা দামী ফোন থাকতে পারে, তাও কখনো রিস্কি মনে হলে হাতে ১৮০০ টাকা দিয়ে কেনা ফোনটা নিয়ে থাকি, চোখ পড়লে আগে ওটার উপর পড়বে। আর ওয়ালেট গেলে ক্ষতি কম, সব টাকাই ব্যাংকে, চেক দিয়ে টাকা তুলে আরেকটা ওয়ালেট কিনা যাবে নাহয়!
তবে ল্যাপটপটা নিয়ে কিছুটা ভয়তে থাকি বটে।
Re: নির্দিষ্ট ব্যবহার টার্গেট করে সাশ্রয়ী অ্যানড্রয়েডের পরামর্শ চাই
আরেকটা জিনিষ। বর্তমান ফোনটার দাম নিয়েছিলো ২০০০ এর মত (এখন হয়তো এই মডেলের দাম ১০০০ এর কম)। মোটামুটিভাবে ৪ বছর চলছে। অর্থাৎ প্রতিদিন ব্যবহারে এটার মূল্য ১.৫ টাকা/দিন। সেক্ষেত্রে ৬০০০ টাকার ফোন ৩ বছর চললে দিনপ্রতি প্রায় ৬ টাকা হার্ডওয়্যার খরচ। বড়ই কঞ্জুস হয়ে গেছি এদিকে ... আর ওদিকে প্রতিদিন সিএনজি ভাড়া দেই ৪০০ টাকা, যেটা ২০ টাকা খরচ করলে ৬ নম্বর বাসে আসা যাওয়া করা যায়!! বৃদ্ধ মানুষের আজব - প্রায়োরিটি!