Re: নির্দিষ্ট ব্যবহার টার্গেট করে সাশ্রয়ী অ্যানড্রয়েডের পরামর্শ চাই
কি যে ভুল করেছি, এরকম যাচাই বাছাই না করেই স্মার্ট নামের বাজে একখানা এন্ড্রু কিনে এখন আফসোস করতেছি ৷
Re: নির্দিষ্ট ব্যবহার টার্গেট করে সাশ্রয়ী অ্যানড্রয়েডের পরামর্শ চাই
৪৬ ১২-০৬-২০১৩ ১০:০৮ সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (১২-০৬-২০১৩ ১০:১৪)
Re: নির্দিষ্ট ব্যবহার টার্গেট করে সাশ্রয়ী অ্যানড্রয়েডের পরামর্শ চাই
Re: নির্দিষ্ট ব্যবহার টার্গেট করে সাশ্রয়ী অ্যানড্রয়েডের পরামর্শ চাই
@কনজাম্পশন পার্টটুকুর জন্য আসলে একটা মিনিমাম বা অপটিমাম রিকয়ারমেন্ট হলেই চলে। লাফ দিয়ে চরম দামী ব্র্যান্ডের দরকার তেমন একটা নাই। আমি নিজেও প্রোডাক্টিভিটি = ইমেইল, পিডিএফ (ছাত্রদের থিসিসের ড্রাফট) এগুলো রাস্তায় পড়ে ফেলে সময়টুকু কাজে লাগাতে চাচ্ছিলাম।
সাড়ে ১৭ হাজারে গ্যালাক্সি এস টু এর অফার দেখে তো চোখ ট্যারা হয়ে যাচ্ছে। আমার পার্সোনাল ধারণা, স্পেক সামান্য একটু কম হলেও এটা পার্ফর্মেন্সে এবং টেকসই বৈশিষ্টের দিক দিয়ে ওয়ালটনের সবচেয়ে ভাল মডেলটার চেয়েও ভাল। মনে হচ্ছে কষ্ট মস্ট করে এইটাই নেয়া উচিত। কিন্তু হাতে টাকা নাই । ক্রেডিট কার্ডে কিনতে পারলে ভাল হত
৪৯ ১২-০৬-২০১৩ ১২:৫৬ সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (১২-০৬-২০১৩ ১২:৫৯)
Re: নির্দিষ্ট ব্যবহার টার্গেট করে সাশ্রয়ী অ্যানড্রয়েডের পরামর্শ চাই
Re: নির্দিষ্ট ব্যবহার টার্গেট করে সাশ্রয়ী অ্যানড্রয়েডের পরামর্শ চাই
শামীম ভাই, যে ফোনের ব্যাটারীর ক্যাপাসিটি অব্শ্যই চেক করবেন কেনার আগে। প্রতিদিন রাতে চার্জ দেয়ার পর পরদিন সন্ধ্যায় যদি লো ব্যাটারী এলার্ট দেয় তাহলে ভাল লাগবে না। পুরোন হলে এটা আরও কমে যাবে।
৫১ ১২-০৬-২০১৩ ১৮:৫৯ সর্বশেষ সম্পাদনা করেছেন সাইফুল_বিডি (১২-০৬-২০১৩ ১৯:০৬)
Re: নির্দিষ্ট ব্যবহার টার্গেট করে সাশ্রয়ী অ্যানড্রয়েডের পরামর্শ চাই
একটা s4 কিনতে চাচ্ছি , কিন্তু হাতে টাকা পয়সা নাই । আপাতত xpria u নিয়েই থাকি ।
শামীম ভাই ওয়াল্টন দেখতে পারেন , যদি ১৫ এর মত বাজেট করেন তাহলে ভালো স্পেক এর ফোন নিতে পারবেন।
৫২ ১২-০৬-২০১৩ ১৯:১০ সর্বশেষ সম্পাদনা করেছেন জেলাল (১২-০৬-২০১৩ ১৯:১১)
Re: নির্দিষ্ট ব্যবহার টার্গেট করে সাশ্রয়ী অ্যানড্রয়েডের পরামর্শ চাই
যা-ই কিনুননা কেন, নীলিয়াকে গেইম্স খেলতে না দেয়াই ভালো হবে। কারণ, এসব সেটের গ্রিপিং সুবিধার নয়। মেয়ের হাত থেকে শক্ত কিছুতে পড়ার সম্ভাবনা আছে।