শামীম লিখেছেন:ইনভারভাইয়ের কথাগুলো মনে ধরেছে। আমারও ধারণা যে, স্পেক খারাপ হলেও ব্র্যান্ডের ফোন আসলে দীর্ঘ মেয়াদে ভাল।
এখন প্রোডাক্টিভিটি বনাম খরচ নিয়ে কেউ আলোকপাত করলে খুশি হতাম। আসলে যখন বাজারে গ্যালাক্সি এস টু আসলো, দাম ৬১ হাজার দেখে মনের মধ্যে তখন এই জিনিষ খোঁচা দিয়েছিলো -- একটা ছবি স্কেচ করার জন্য (এ্যাডে যেমন দেখাইতো) এ্যাত খরচ!! ঐ ছবির সেল ভ্যালু কত? কিভাবে বিভিন্ন পেশাজীবির প্রোডাক্টিভিটি বাড়াবে এই ফোন? নাইলে কেন এ্যাত দাম দিয়ে কিনবে? বিভিন্ন পেশা স্পেসিফিক থেমাটিক অ্যাড করে না কেন সেই চিন্তাও ছিলো।
রবির অ্যাডগুলো চিন্তা করেন -- দিন বদলের বিষয়। একজন ইন্টারনেটে ইন্টারভিউ দিলো, একজন তার বায়ারের সাথে কথা বলে দাম ঠিক করলো, লোকাল ফাড়িয়ার ঠকবাজি থেকে রক্ষা পেল জেলে --- এই ধরণের আরকি।
প্রডাক্টিভিটি কত বাড়বে তা আসলে ব্যবহারকারীর ব্যবহার প্যাটার্ণের ওপর নির্ভরশীল। বেশিরভাগ ফোনে অফিস সফটওয়্যার, ইমেইল, পিডিএফ রীডার ইত্যাদি পৃইনস্টলড দিয়ে দেয়। তবে মোবাইল ডিভাইস আমার কাছে কন্টেন্ট কনজাম্পশনের জন্যই মানানসই লাগে, কন্টেন্ট কৃয়েশনের জন্য ঠিক সুবিধার মনে হয় না। ঐসব সফটওয়্যারে ওয়ার্ড/ডকুমেন্ট ফাইল তৈরী, স্প্রেডশীটে কাজ করা ইত্যাদি করতে পারবেন ঠিকই, তবে ইউজার এক্সপেরিয়েন্স...
১০" এ্যাণ্ড্রয়েড ট্যাব-এও এসব কাজ করে আরাম পাই নি। রাস্তায় থাকলে আমি বড়জোর জরুরী ইমেইলের উত্তর দেই এসএমএস-এর মত শর্টকাটে। সিরিয়াস কোনো কাজ করতে হলে এখনো কীবোর্ড আর ডেস্কটপই সেরা। তবে ডকুমেন্ট (ওয়ার্ড, পিডিএফ, এক্সেল) ভিউ করার জন্য মোবাইল ফোন বেশ কাজের - এটাও বা কম কি?
কিছু কিছু এ্যাপ আছে যেগুলো সবসময় লাগে না, তবে যখন দরকার হয় তখন ওগুলো ছাড়া অসহায় লাগে! বিজনেস কার্ড রীডার এ্যাপ। এসব এ্যাপ দিয়ে কারো ভিজিটিং কার্ডের ফটো তুললে অটোমেটিক ব্যক্তিটির নাম ধাম, ফোন, ইমেইল এ্যাড্রেস ইত্যাদি বের করে ফেলে - কন্ট্যাক্ট লিস্টে এ্যাড করার জন্য খুবই কাজের জিনিস। এছাড়া বারকোড রীডার এ্যাপও আমার কাজে আসে। এ ধরণের বেশ কিছু টুকিটাকি এ্যাপ পাবেন যেগুলো কাজকারবার অনেক সহজ করে দেবে।
এছাড়া রিক্সা/ট্যাক্সীতে বসে বোরড না হয়ে বইটই পড়তে পারেন, ব্রাউজিং করে সময় কাটিয়ে দিতে পারেন। আর এক্সক্লুসিভলী ঢাকাবাসীরা মোবাইল ফোনে দৈনিক গড়ে ০.৬৯টি করে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র (ব্রিঙ ইওর ওন পপকর্ণ
) উপভোগ করার মত যথেষ্ট অবসর তো পাচ্ছেনই ট্রাফিক কনসার্ট আর ক্যাফে ধোঁয়াধূলো-র নির্ঝন্ঝাট, মনোরম পরিবেশে! 
Calm... like a bomb.