২১

Re: নির্দিষ্ট ব্যবহার টার্গেট করে সাশ্রয়ী অ্যানড্রয়েডের পরামর্শ চাই

২২

Re: নির্দিষ্ট ব্যবহার টার্গেট করে সাশ্রয়ী অ্যানড্রয়েডের পরামর্শ চাই

মেগাপিক্সেল যে সব নয় সেটা বেশ ভালই জানি। তবে মোবাইলের ক্যামেরা = মোবাইলের ক্যামেরা এটা কখনই ভাল ক্যামেরার সমান তোলে না। আমি ক্যানন পাওয়ারশটটা বেশি মিস করি, যদিও সেটার মেগাপিক্সেল এখনকার সনি'র চেয়ে কম ছিলো। আর এসএলআরএর কথা এখানে না তোলাই ভাল। মোবাইলের ক্যামেরা সনিরগুলো ভালো, সাথে স্পেশাল সফটওয়্যার দেয়া আছে (পরিচিত একজনের এক্সপেরিয়ায় তোলা ছবি দেখেছি)। যাক সেটা বাদ। দেখি কয় টাকা জোগার করা যায় ... ...

বটম লাইন হল: আমি শখে না, প্রয়োজনে স্মার্ট ফোন নিতে চাচ্ছি। শখের মূল্য লাখ টাকা হতে পারে, কিন্তু প্রয়োজনের মূল্য তূলনীয় সীমানায় থাকে।

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

২৩ সর্বশেষ সম্পাদনা করেছেন mizvibappa (১০-০৬-২০১৩ ২২:৪২)

Re: নির্দিষ্ট ব্যবহার টার্গেট করে সাশ্রয়ী অ্যানড্রয়েডের পরামর্শ চাই

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

২৪

Re: নির্দিষ্ট ব্যবহার টার্গেট করে সাশ্রয়ী অ্যানড্রয়েডের পরামর্শ চাই

২৫ সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (১০-০৬-২০১৩ ২২:৪৫)

Re: নির্দিষ্ট ব্যবহার টার্গেট করে সাশ্রয়ী অ্যানড্রয়েডের পরামর্শ চাই

Calm... like a bomb.

২৬

Re: নির্দিষ্ট ব্যবহার টার্গেট করে সাশ্রয়ী অ্যানড্রয়েডের পরামর্শ চাই

ইনভারভাইয়ের কথাগুলো মনে ধরেছে। আমারও ধারণা যে, স্পেক খারাপ হলেও ব্র্যান্ডের ফোন আসলে দীর্ঘ মেয়াদে ভাল।

এখন প্রোডাক্টিভিটি বনাম খরচ নিয়ে কেউ আলোকপাত করলে খুশি হতাম। আসলে যখন বাজারে গ্যালাক্সি এস টু আসলো, দাম ৬১ হাজার দেখে মনের মধ্যে তখন এই জিনিষ খোঁচা দিয়েছিলো -- একটা ছবি স্কেচ করার জন্য (এ্যাডে যেমন দেখাইতো) এ্যাত খরচ!! ঐ ছবির সেল ভ্যালু কত? কিভাবে বিভিন্ন পেশাজীবির প্রোডাক্টিভিটি বাড়াবে এই ফোন? নাইলে কেন এ্যাত দাম দিয়ে কিনবে? বিভিন্ন পেশা স্পেসিফিক থেমাটিক অ্যাড করে না কেন সেই চিন্তাও ছিলো।

রবির অ্যাডগুলো চিন্তা করেন -- দিন বদলের বিষয়। একজন ইন্টারনেটে ইন্টারভিউ দিলো, একজন তার বায়ারের সাথে কথা বলে দাম ঠিক করলো, লোকাল ফাড়িয়ার ঠকবাজি থেকে রক্ষা পেল জেলে --- এই ধরণের আরকি।

২৭ সর্বশেষ সম্পাদনা করেছেন আশিফ শাহো (১০-০৬-২০১৩ ২৩:৩৪)

Re: নির্দিষ্ট ব্যবহার টার্গেট করে সাশ্রয়ী অ্যানড্রয়েডের পরামর্শ চাই

Galexy S Duos নিতে পারেন,

দুটো সিম পাবেন, একটা থ্রিজি ইউজ করার জন্য, একটা টেলিটক রাখতে পারেন থ্রিজির জন্য, পাশাপাশি আরেকটি সিম চললো, অল্প কনফিগার, বড় গেম চলবে না বাট ফ্রুট নিনজা আর পুল খেলি আমি, মুভি দেখি, গান শুনি টুকটাক, রোডে মেইলচেক/টুইট/চ্যাট করার জন্য ছোটখাট জিনিস। একটু স্লো বাট আপনার রিকোয়ারমেন্ট আমার কাছাকাছি তাই ডুয়োস বেটার মনেহচ্ছে।

কিস্তিতে নিতে পারেন, মাসে 2100 টাকা দিতে হয়, ফোনের দাম 19990/- টাকা তবে গেজেট এন্ড গিয়ারে আরো কিছু কম পাবেন (ওয়ারেন্টি পাবেন না এক্ষেত্রে)।

এন্ড্রয়েড সরাসরি গুগল কন্টাক এর সাথে সিংক করা থাকে তাই সমস্যা নাই সেট হারালেও, কিছুদিন আগে নোকিয়া 2700 ক্লাসিক থেকে কন্টাক স্থানান্তর করলাম ডুয়োসে। আর জিপিএসতো আছেই, হারিয়ে গেলেও সমস্যা নাই  smile

২৮ সর্বশেষ সম্পাদনা করেছেন সিংঘাম (১০-০৬-২০১৩ ২৩:৪৬)

Re: নির্দিষ্ট ব্যবহার টার্গেট করে সাশ্রয়ী অ্যানড্রয়েডের পরামর্শ চাই

২৯

Re: নির্দিষ্ট ব্যবহার টার্গেট করে সাশ্রয়ী অ্যানড্রয়েডের পরামর্শ চাই

৩০

Re: নির্দিষ্ট ব্যবহার টার্গেট করে সাশ্রয়ী অ্যানড্রয়েডের পরামর্শ চাই

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

৩১

Re: নির্দিষ্ট ব্যবহার টার্গেট করে সাশ্রয়ী অ্যানড্রয়েডের পরামর্শ চাই

৩২

Re: নির্দিষ্ট ব্যবহার টার্গেট করে সাশ্রয়ী অ্যানড্রয়েডের পরামর্শ চাই

@শামীম ভাই, সেক্ষেত্রে ইনষ্টাবাই বা এজাতীয় কিছু হাতের নাগালে আছে কিনা খোজ নিয়ে রাখিয়েন, নাহলে পরে কিন্তু বিপদ। (আশিফ পড়ো নাই বিপদে ??  )

এনিওয়ে, অফিশিয়ালী এস২ এর দাম কত নিশ্চিত না, তবে ২৫ এর কম বা আশেপাশে আনঅফিশিয়াল হওয়ার কথা।
আর ব্রান্ড প্রোডাক্টের লঞ্জিভিটি নিয়ে যে কথাটা উঠেছে, আমার ফোন তো মনে হয় ৩ বছর পার করে ফেললো, পারফর্মেনস বা কোথাও কোন ফল্টই খুজে পেলাম না এখনো। smile স্টিল বহুত ফাস্ট কাজ করে। smile

ফীচার বনাম দাম হিসেব করতে গেলে আসলেই কনফিউজ হতে হবে। কাজেই সেটা হিসেব না করে বরং অপটিমাম হিসেব করা যাক। পারসোনালী স্যামসাং পছন্দ, কারন কমপ্লেন পাই নি কখনো। সনি আমার ফ্রেন্ডেরটা চোখের সামনে ধুরুম করে বন্ধ হয়ে গেছে। বড়ভাইয়ের আর্কের ডিসপ্লে পুরা ডেড। হ্যানত্যান ইত্যাদি।

এস২ কিনতে বলেছিলাম কারন, এটা আসলেই ভাল ফোন, ইউনিক ডিজাইন, স্লিম, অসাধারন ডিসপ্লে Amoled কি জিনিস এটা দেখার পর বুঝতে পারছিলাম sad , পকেটে নিয়ে ঘুরলে বড় ভাইরা হুট করে দেখবে বলে মনে হয় না।  tongue

প্রথম যখন কোয়াড কোর প্রসেসর আনে HTC One X তখনও এস২ এর পারফর্মেন্স ওই কোয়াড কোরের থেকে বেটার ছিল।  lol
আর এস ৪ আর এস ৩ এর প্রচুর ফীচারও এস২ তে পরে দিয়ে দিয়েছে। কাজেই এটা মোটেও ফেলনা ফোন বলা যাচ্ছে না। smile 

এর নীচে গেলে কিছু না কিছু কমপ্রোমাইজ করতে হবে।

তবে হ্যা, ফোন স্লো হতেই পারে, এটা নিয়ে কোন কমপ্লেন চলবে না।  tongue

৩৩

Re: নির্দিষ্ট ব্যবহার টার্গেট করে সাশ্রয়ী অ্যানড্রয়েডের পরামর্শ চাই

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

৩৪

Re: নির্দিষ্ট ব্যবহার টার্গেট করে সাশ্রয়ী অ্যানড্রয়েডের পরামর্শ চাই

৩৫

Re: নির্দিষ্ট ব্যবহার টার্গেট করে সাশ্রয়ী অ্যানড্রয়েডের পরামর্শ চাই

৩৬

Re: নির্দিষ্ট ব্যবহার টার্গেট করে সাশ্রয়ী অ্যানড্রয়েডের পরামর্শ চাই

৩৭

Re: নির্দিষ্ট ব্যবহার টার্গেট করে সাশ্রয়ী অ্যানড্রয়েডের পরামর্শ চাই

৩৮

Re: নির্দিষ্ট ব্যবহার টার্গেট করে সাশ্রয়ী অ্যানড্রয়েডের পরামর্শ চাই

৩৯

Re: নির্দিষ্ট ব্যবহার টার্গেট করে সাশ্রয়ী অ্যানড্রয়েডের পরামর্শ চাই

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

৪০

Re: নির্দিষ্ট ব্যবহার টার্গেট করে সাশ্রয়ী অ্যানড্রয়েডের পরামর্শ চাই