টপিকঃ হয়তো ...
হয়তো খুব ভালো হয়ে যাবো,
টিফিন কাঁধে অফিস যাবো,
ঠিক সময়ে নীরে ফিরবো ...
বৈকাল পার করবো গরম কফিতে,
ফুসফুস'টাকে হয়তো আর জ্বালাবো না,
পুড়িয়ে মারবো না ...
বৃষ্টি এলে হয়তো জানালাটা খুলে দিবো,
হয়তো হবো, দুঃচিন্তা মুক্ত , ক্লেশ মুক্ত ...
হয়তো রাগ-অনুরাগ, অভিমান আর থাকবেনা,
সত্যিই হয়তো ২২ টি গোলাপ প্রস্তুত করে রাখবো ..
তোমায় একে কাগজের নৌকায় ভাসিয়ে দিবো,
হয়তো ... আর উদাসীন হবো না,
তোমার পায়ের শব্দ একবার শুনলে ...
তুমি এলে ...
হয়তো খুব ভালো হয়ে যাবো ...