টপিকঃ হারানো দিনের গান
গতকালই প্রজন্মের সদস্য হলাম, তাই বিভিন্ন বিভাগে উকিঝুকি মারছিলাম । মনে হলো এখানেই আমার সমস্যাটা বলা যায় ।
ছোটোবেলায় শোনা কয়েকটি গান অনেক খুঁজেও অনলাইনে পাচ্ছি না । হয়তো গানগুলো অন্য নামে অথবা ট্র্যাক নাম্বারে অনলাইনে আছে ।
গানগুলো...
১) "আমার খবর আজ রাখো কিনা রাখো কে জানে" (বাপ্পি লাহিড়ী)
২) "আর ফেরানো যায় না কেন" (বাপ্পি লাহিড়ী)
৩) "আমার সাজানো বাসর" (কুমার বিশ্বজিত)
৪) "এ কেমন স্বপ্ন আমার" (কুমার বিশ্বজিত)
গানগুলোর সন্ধান দিলে বড় কৃতার্থ হতাম !
বাজি ধরে বলতে পারি, কেউ যদি গানগুলো না শুনে থাকে, শুনলে মুগ্ধ হতেই হবে ।