Re: টুথপেস্টের অন্য ব্যবহার
চমৎকার একটি পোস্ট
আমি একদিন ভুলে (অন্যমনস্ক ভাবে), সেভিং ক্রিম ব্রাশে লাগাতে গিয়ে, টুথপেস্ট লাগিয়ে মুখে ব্রাশ শুরু করি, হঠাৎ করে ঠান্ডা এবং ঝিঝি লাগা শুরু হতেই দেখি এটা তো টুথপেস্ট , যাই বলেন এটা দিয়ে সেভ করার মজাই আলাদা