২১

Re: টুথপেস্টের অন্য ব্যবহার

চমৎকার একটি পোস্ট

আমি একদিন ভুলে (অন্যমনস্ক ভাবে), সেভিং ক্রিম ব্রাশে লাগাতে গিয়ে, টুথপেস্ট লাগিয়ে মুখে ব্রাশ শুরু করি, হঠাৎ করে ঠান্ডা এবং ঝিঝি লাগা শুরু হতেই দেখি এটা তো টুথপেস্ট , যাই বলেন এটা দিয়ে সেভ করার মজাই আলাদা

২২

Re: টুথপেস্টের অন্য ব্যবহার

২৩

Re: টুথপেস্টের অন্য ব্যবহার

২৪

Re: টুথপেস্টের অন্য ব্যবহার

২৫

Re: টুথপেস্টের অন্য ব্যবহার

টুথপেস্ট কিন্তু ল্যাক্সাটিভ হিসেবেও খুব ভালো tongue

২৬

Re: টুথপেস্টের অন্য ব্যবহার

৪ নাম্বার টা বাদে বাকি গুলো বহু বার ট্রাই করা হইসে!!  tongue

৭ নাম্বার পদ্ধতি একটু আগে ব্যবহার করে এসে দেখি এই পোস্ট!!!!  roll
tongue এই পয়েন্ট-টাই খুজছিলাম,  কই লিখা  big_smile

২৭

Re: টুথপেস্টের অন্য ব্যবহার

কয়েকটা জানা ছিল তবে বেশিরভাগই অজানা ।
একটা সময় ছিল গ্রামের দিকে বিশেষ করে , বউ সাজানোর জন্য টুথপেস্ট ব্যাবহার করা হতো ।মানে কপালের উপরের দিকে টুথপেস্ট দিয়ে ফুল করে ডিজাইন করে দেওয়া হতো ।
সুন্দর একটা টপিক শেয়ার করার জন্য লগ আউট ভাইকে ধন্যবাদ।

মানুষ মাত্রই মরন শীল , কিন্ত নশ্বর নয় ।।

২৮

Re: টুথপেস্টের অন্য ব্যবহার

"নামাজ সকল খারাপ কাজ থেকে দূরে রাখে এবং মনকে পরিস্কার রাখে।"

নামাজ, রোযা সকল মুসলমানের জন্য ফরজ। সকলে রোযা রাখি, নামাজ পড়ি, আল্লাহর হুকুম পালন করি এবং রাসুল(সাঃ)-এর সুন্নাত আদায় করি।