Re: রেসিপিঃ আচার মুরগী
উফ এখনই খেতে ইচ্ছে হচ্ছে .........যদিও আচার মুরগীর থেকে আচার মসল্লা দিয়ে গরুর গোসের ভুনা ভালো হয়
২৩ ০৬-০৬-২০১৩ ১৮:২৮ সর্বশেষ সম্পাদনা করেছেন মাহমুদ রাব্বি (০৬-০৬-২০১৩ ১৮:২৮)
Re: রেসিপিঃ আচার মুরগী
মুন্নী আপুকে ধন্যবাদ দারুন একটি রেসিপি শেয়ারের জন্য।
Re: রেসিপিঃ আচার মুরগী
শুধু রেসিপী দিলে হবে না, এক প্যাকেট করে স্যম্পল পাঠাতে হবে, ফোরামের সকল সদস্যদের জন্য
Re: রেসিপিঃ আচার মুরগী
Re: রেসিপিঃ আচার মুরগী
আমি কিছুদিন আগে ফেলে দেওরা মুরগীর হাড়, মাছের কাটা আর স্যাঁকা বিষ দিয়ে একটা বিশেষ জিনিস তৈরী করেছিলাম
স্বাদ কেমন জানিনা কিন্তু ৭/৮ টা ইদুরের ডেডবডি উদ্ধার হয়েছে, আরও কিছু এডিক্টেটের মত হাটাহাটি করছিলো ওগুলোর ও টেক কেয়ার করা হয়েছে
Re: রেসিপিঃ আচার মুরগী
২৮ ০৭-০৬-২০১৩ ১৪:২৮ সর্বশেষ সম্পাদনা করেছেন blogger.riad (০৭-০৬-২০১৩ ১৪:৩০)
Re: রেসিপিঃ আচার মুরগী
দুপুর বেলা এখনো লাঞ্ছ করি নাই আপনার রেসিপি দেখে তো আর থাকতে পারছি না...
যাই আগে জ্বিহবার কস্টটা দূর করি।।
Re: রেসিপিঃ আচার মুরগী
সবাইকে মিলে চলেন একদিন .মুন্নী আপার বাসায় হানা দেই
তারপর থেকে রেসিপি দেয়া কমাই দিবে ভয়ে