টপিকঃ বাঙ্গাল ও বাঙ্গালীর মধ্যে পার্থক্য কি কি?
অনেক ভারতীয় বাঙ্গালী বাংলাদেশিদের বাঙ্গালী বলে না, বাঙ্গাল বলে। কি কারনে এটা বলে কেউ কি জানেন? বাঙ্গাল ও বাঙ্গালীর মধ্যে পার্থক্য কি কি?
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » চায়ের কাপে ঝড় » বাঙ্গাল ও বাঙ্গালীর মধ্যে পার্থক্য কি কি?
অনেক ভারতীয় বাঙ্গালী বাংলাদেশিদের বাঙ্গালী বলে না, বাঙ্গাল বলে। কি কারনে এটা বলে কেউ কি জানেন? বাঙ্গাল ও বাঙ্গালীর মধ্যে পার্থক্য কি কি?
আমরা পুংলিঙ্গ আর ওরা স্ত্রী লিঙ্গ তো তাই- ভানুর ভাষায় বললাম আর কি
কোন লোক, কোথায়, কবে, কী প্রসঙ্গে, কাকে বললো?
পত্রিকায় লিখলে কোন পত্রিকা, কোন দিন (লিংক?)
সাহিত্যে লিখলে সেটার নাম, লেখক, প্রকাশক ইত্যাদি।
টিভি অনুষ্ঠানে বললে কে কবে কোন অনুষ্ঠানে?
এরকম কোন উদাহরণ না দিলে -- শুধু শুধু ফোরামে অশান্তি ছড়ানোর প্রচেষ্টা হিসেবে বিবেচিত হতে পারে। ঘন্টাপ্রাপ্তির সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না।
প্রথমত, লিংকের পত্রিকাটা বাংলাদেশের পত্রিকা বলে মনে হল। পশ্চিমবঙ্গের নয়।
দ্বিতীয়ত, লিংকে আমার প্রশ্নগুলোর উত্তর নাই। কোনরকম স্পেসিফিক উদাহরণও নাই -- কিন্তু একটা জেনারালাইজড টার্ম ব্যবহার করেছে
তবে সেখানে কিন্তু আপনার টপিক শিরোনামের উত্তর দেয়া আছে। এই লিংকের সন্ধান জানা থাকলে এই টপিকের হেতু কী?
মধ্যিখানের লোকেরা(কলকাতার) তাদের পূর্ব-পশ্চিমের লোকেদের বাঙাল বলে ডাকে! এবিষয়ে অরুন দা ভালো বলতে পারবেন।
রাব্বি ভাই, আপনার ইদানিংয়ের টপিকগুলো দেখছি আর অবাক হচ্ছি।
ভারতীয়রা না বাংলাদেশীরাং রিফুজিদের বাঙ্গাল বলে মনে হয় !
তা হটাত্ বাঙ্গাল নিয়ে গবেষনা শুরু করলেন কেন ভাই
ওদের ব্যাকরণে সমস্যা আছে মনে হয়
এক সময় ঢাকাইয়্যারাও গ্রামের মানুষদের বাঙ্গাল বলে টিটকিরি দিত।
একটা সফটও আছে মনে হয় ঘটি পজেটিজ/নেগেটিভ ধরার
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » চায়ের কাপে ঝড় » বাঙ্গাল ও বাঙ্গালীর মধ্যে পার্থক্য কি কি?
০.০৪৭৯৩২১৪৭৯৭৯৭৩৬ সেকেন্ডে তৈরী হয়েছে, ৫৮.৩৯৯৫২৭৫৮১৩০১ টি কোয়েরী চলেছে