২১ ০৭-০৬-২০১৩ ২২:৫০ সর্বশেষ সম্পাদনা করেছেন মাহমুদ রাব্বি (০৭-০৬-২০১৩ ২২:৫৩)
২২ ০৭-০৬-২০১৩ ২৩:৪১ সর্বশেষ সম্পাদনা করেছেন মুক্তবিহঙ্গ (০৮-০৬-২০১৩ ১২:১০)
Re: বাঙ্গাল ও বাঙ্গালীর মধ্যে পার্থক্য কি কি?
বাঙালরা আবার কলকাতার লোকদের ঘটি বলে। পুরানো ঢাকার লোকেরা পুরানো ঢাকার বাইরের লোকদের বাঙাল বলে। এখানে উল্টাপাল্টা কি আছে? আমিও তো কলকাতার বন্ধুদের মাঝে মাঝে ঘটি বলি। ওখানে আরও তিনটা শব্দ শুনেছি বাঙাল, ঘটি আর বাটি। বাঙাল আর ঘটি কাদের বলে বুঝতে পেরেছি। কিন্তু বাটি টা কারা এখনো জানি না। এখানে ঠিক তাচ্ছিল্য করে বলে না আঞ্চলিকতা ভেদে আলাদা করার জন্য বলে সেটা ঠিক জানি না। কলকাতায় ও অনেক বাঙাল(যারা পূর্ব বঙ্গ থেকে ওখানে গেছেন) বাস করে।
আসলে ইলিশ আর ইস্ট বেঙ্গল ফুটবল টিমের ঘোর সমর্থক বাঙ্গালরা, মোহনবাগান আর চিংড়ির ঘোর সমর্থক ঘটিরা।
এ নিয়ে আগেই দেখি উত্তর এসে গেছে। দেরীতে পোষ্ট করে ফেললাম।
Re: বাঙ্গাল ও বাঙ্গালীর মধ্যে পার্থক্য কি কি?
ঘটি আর বাটি পশ্চিম বঙ্গের লোকদের ব্যঙ্গ করে বলে, আমি যতদুর জানি।