১ ০৩-০৬-২০১৩ ১৭:৩৬ সর্বশেষ সম্পাদনা করেছেন ফায়ারফক্স (০৩-০৬-২০১৩ ১৭:৩৮)
Re: ম্যাকে উইন্ডোজ দেওয়া নিয়ে প্রশ্ন
ম্যাকবুক ইউজানোর অভিজ্ঞতা নেই, ল্যাপিতে কয়দিন হ্যাকিন্টোশ চালিয়ে ছিলাম। আন্দাজে কিছু মতামত দিলাম আর কি।
আমার উইন ৭ এর ড্রাইভে কোন সময়ই ১৯ গিগার উপরে জায়গা ইউজ হয় নি (সব সফটওয়্যার অন্য ড্রাইভে ইন্সটল দেই)। সো শুধু ৭ এর জন্যে একটা ২২গিগা (যাস্ট টু বি সেইফ) পার্টিশন করে নিতে পারেন। আর বাকি পার্টিশনগুলো আপনার সুবিধামত।(এই উপায়ে C ড্রাইভে কিছু ইন্সটলাইতে পারবেন না, সফটওয়্যারের জন্য অন্য ড্রাইভ লাগবে)
bsod দেখায় সাধারণত ড্রাইভারের/হার্ডওয়্যারের সমস্যার কারণে (এবং রেয়ারলী সফটওয়্যারের ঝামেলার কারণে)। খুব সম্ভবত আপনার ড্রাইভারের ঝামেলা।
তবে আমার মতে এত ঝামেলা না করে একখান উইন ল্যাপি কিনে নেন। এমনিতেই ম্যাকের ড্রাইভ উইন এ নরম্যালী দেখা যায় না। সো গান-মুভি আবার নতুন করে কপি পেস্টের ঝামেলা। আর ভাল কোন ফ্রী সফটওয়্যারও(HFS+ ড্রাইভ দেখার) পাইনি যেটাতে ভাল রিভিউ দেয়া হয়েছে।
Re: ম্যাকে উইন্ডোজ দেওয়া নিয়ে প্রশ্ন
Re: ম্যাকে উইন্ডোজ দেওয়া নিয়ে প্রশ্ন
হাড্ডি কি এসএসডি না? এর জন্যেই ফাস্ট মনে হয়।
৮ এর মধ্যে ৫.৩। ভালই তো। আমার আসে ৪.৭, রেটিং চেকানোর সময় এনভিডিয়ার জিপিউ ডিটেক্ট করে না, ইন্টেলেরটা দিয়েই চালায়। আপনারটাতে মনেহয় অপটিমাসের ঝামেলা নাই।
তবে র্যামের ব্যাপারটা দেখতে গিয়ে খেয়াল করলাম, আপনি ৩২ বিট ইউজান ক্যান? ৪জিবি র্যামতো পুরোটা পাচ্ছেনা। এই কারণেই আপনার ৪জিবি র্যাম নিয়ে ৫.৫, আমার ২ জিবি র্যামেও ৫.৫। ৬৪ বিটে একটু বেশী রেটিং আসবে আই থিন্ক।
ফোরামে রেটিং পোস্টানো নিয়ে একটা টপিক ছিল, কই যে গেল আর খুজেই পেলাম না।
Re: ম্যাকে উইন্ডোজ দেওয়া নিয়ে প্রশ্ন
কেন যেন ৩২ ইউজ করতে করতে ইউজ টু হয়ে গেছি এতদিনে।তাছাড়া হাতের কাছে ৬৪ এর চাকতিও নাই।আর এটা আনটাচড এমএস থেকে নামানো ডিভিডি.........