Re: এক ফোঁটা পরিবেশ প্রকৌশল - ০২
ভাল হয়েছে
৪ ০১-০৬-২০১৩ ০৯:০০ সর্বশেষ সম্পাদনা করেছেন পরিবেশ প্রকৌশলী (০১-০৬-২০১৩ ০৯:৩২)
Re: এক ফোঁটা পরিবেশ প্রকৌশল - ০২
এখানে আসলে খনন বলাতে আমাদের চিন্তাগুলো অন্য একটা লাইনে চলে গিয়েছে। এটা অনুবাদক হিসেবে আমার ব্যর্থতা। মূলত ইমপাউন্ডমেন্ট কথাটাকে অনুবাদ করতে চেয়েছিলাম। আপনার মন্তব্য দেখে আরেকটু লেখাপড়া করলাম। মূল বইটা বাসায় নাই, অফিসে রেখে এসেছি, তাই নেট ভরসা .... ... যা হোক লাইনে আসি ... ... ...
জলাধার তৈরী বা জলাশয় সৃষ্টি -- সম্ভবত এই জাতীয় অর্থ হলে অনুবাদটা ঠিক হত। সহজ উদাহরণ -- আমাদের কাপ্তাই লেক। কাপ্তাইয়ে বাঁধ দেয়ার ফলে সেটা একটা লেকে পরিণত হয়েছে। এরকম বাঁধ দেয়ার ফলে যে জলাশয় তৈরী হয় সেটার পানিধারণ ক্ষমতা বাড়াতে উজানের জায়গা খনন করা হয়ে থাকতে পারে। এছাড়া উজানে লেক তৈরী হবার ফলে সেটার আকর্ষণে সেটার আশেপাশে কিছুটা নগরায়ন হবে: যা টুরিস্ট সংক্রান্ত হতে পারে, কিংবা কেউ জায়গাটার কথা চিন্তা করে সেখানে বাড়িঘর বানাতে আগ্রহী হতে পারে। ইত্যাদি।
উপরের লেখা এবং চিত্র কিছুটা সংশোধন করে দিলাম। এবার মনে হয় উপরের রেখাচিত্রটা অর্থবহ হবে।