টপিকঃ MacBook Air OS ইনস্টলেশন
শুনে মার দিতে ইচ্ছে করতে পারে অনেকেরই, কিন্তু আমার কিছু করার নেই। সার সংক্ষেপে,
ডিভাইস: ম্যাকবুক এয়ার। মডেল: A1237 (First MBA Series; 2008)
তো এটাতে osX 10.5.8 চলছে এখন।
মিশন টার্গেট: ম্যাক ফেলে দিয়ে শুধু উইন্ডোজ রাখতে হবে।
১) bootcamp দিয়ে চেষ্টা করেছি, পার্টিশনই করতে পারে নাই।
২) refit দিয়ে উইন্ডোজ ৮ বুট করিয়েছিলাম কিন্তু ইনস্টল স্ক্রীন আসে নাই।
এখন osX রেখে বা বাদ দিয়ে যেভাবে হোক, উইন্ডোজ ইনস্টলেশনের তরিকা চাই। নিজে অন্য দুইটা প্রজেক্ট নিয়ে ব্যস্ত, তাই আসলে এটার পিছনে এত ঘাটাঘাটি করার সময় পাচ্ছি না।