টপিকঃ আসছে ব্যাটেলফিল্ড ৪
ইএ (ইলেক্ট্রনিক আর্টস) এর সর্বশেষ এফপিএস (ফার্স্ট পারসন্ শুটিং) গেইম ব্যাটেলফিল্ড ৪ খুব শীঘ্রই বাজারে ছাড়তে যাচ্ছে । বিএফ৪সেন্ট্রাল ইতিমধ্যে গেইমটির কিছু ফিচার এবং রিলিস ডেট প্রকাশ করেছে । পোস্টার এর মতে গেইমটি এই বছরের অক্টোবর মাসের ৩১ তারিখ বাজারে আসবে । গেইমটিতে আরমচেয়ার জেনারেল, ব্যাটেল্লগ ২.০, গো প্রিমিয়াম এবং থ্রিল রাইড এর মতো আরো কিছু নতুন ফিচার সংযোজন করা হয়েছে ।