Re: মাত্র দুটি ম্যাচ ফিক্সিং করার জন্য কি আশরাফুলকে আজীবন নিষিদ্ধ করা হবে?
অনেক এক্সাইট্মেন্ট নিয়ে খেলা দেখি। খেলা শেষে নিজের দল জিতলে হাসি, হারলে কাঁদি। যদি সেই ম্যাচ হয় "ফিক্সড" তাহলে কেমন লাগে?
এই ঘটনার সাথে জড়িত সবাইকে আজীবন নিষিদ্ধ করা উচিত ক্রিকেট থেকে।