২১

Re: মাত্র দুটি ম্যাচ ফিক্সিং করার জন্য কি আশরাফুলকে আজীবন নিষিদ্ধ করা হবে?

অনেক এক্সাইট্মেন্ট নিয়ে খেলা দেখি। খেলা শেষে নিজের দল জিতলে হাসি, হারলে কাঁদি। যদি সেই ম্যাচ হয় "ফিক্সড" তাহলে কেমন লাগে?

এই ঘটনার সাথে জড়িত সবাইকে আজীবন নিষিদ্ধ করা উচিত ক্রিকেট থেকে।

আরাফাত জাহান কুয়াশা'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

২২

Re: মাত্র দুটি ম্যাচ ফিক্সিং করার জন্য কি আশরাফুলকে আজীবন নিষিদ্ধ করা হবে?

২৩

Re: মাত্র দুটি ম্যাচ ফিক্সিং করার জন্য কি আশরাফুলকে আজীবন নিষিদ্ধ করা হবে?

হুজুর কইছে, "কোরআন শরীফে আছে- তোমরা নামাজ থেকে বিরত থাক।" আমি তাই নামাজ পড়ি না। হুজুর যদি ইচ্ছা করে "অপবিত্র অবস্থায়" শব্দ দুটো বাদ দেয়, তার জন্য তো আমি দায়ী না।

২৪ সর্বশেষ সম্পাদনা করেছেন মুক্তবিহঙ্গ (২৮-০৫-২০১৩ ২২:২৫)

Re: মাত্র দুটি ম্যাচ ফিক্সিং করার জন্য কি আশরাফুলকে আজীবন নিষিদ্ধ করা হবে?

যারা দোষী তাদের প্রত্যেককেই শাস্তি দেওয়া উচিৎ, ফ্রাঞ্চাইজির মালিক কিংবা কোন কর্মকর্তা যদি জড়িত থাকে তবে ফ্রাঞ্চাইজি নিষিদ্ধ করা উচিৎ। সাথে বিপুল পরিমাণ জরিমানা যাতে ভবিষ্যতে আর কেউ এমন আস্পর্ধা দেখাতে না পারে।

২৫

Re: মাত্র দুটি ম্যাচ ফিক্সিং করার জন্য কি আশরাফুলকে আজীবন নিষিদ্ধ করা হবে?

এক কাজ করেন দোষ প্রমাণিত হবার আগেই আশরাফুলকে ফাঁসি দিয়ে দেন । হাইরে আজব দুনিয়া

২৬

Re: মাত্র দুটি ম্যাচ ফিক্সিং করার জন্য কি আশরাফুলকে আজীবন নিষিদ্ধ করা হবে?

এবারের মতো মাফ করে দেওয়া উচিৎ    আমি মনে করি  surprised

২৭

Re: মাত্র দুটি ম্যাচ ফিক্সিং করার জন্য কি আশরাফুলকে আজীবন নিষিদ্ধ করা হবে?

আশরাফুল কে আজীবন ব্যান করাই ভালো বলে মনে করি। যে ব্যক্তি টাকার লোভে নিজের দেশকে বিক্রয় করে দিতে পারে, সে যে ভবিষ্যতে এমন কাজ করবে না তা কে জানে?! আর এমনও না যে সে নিজে থেকে দোষ স্বীকার করেছে। যখন একেবারে ধরা খেয়ে গেছে, আর বের হওয়ার রাস্তা নাই, তখন সে জেনে শুনেই এই কাজ করেছে। সে ভালো করেই জানে যে এই দেশের মানুষ স্পর্শকাতর, তাদেরকে কাঁদাতে পারলেই কাজ হবে। এমন মূহূর্তেও সে এমন নাটক করতে পারলে বুঝাই যায় ভবিষ্যতে আরো কত কী না সে করবে।

২৮

Re: মাত্র দুটি ম্যাচ ফিক্সিং করার জন্য কি আশরাফুলকে আজীবন নিষিদ্ধ করা হবে?

আজীবনের জন্য ক্রিকেট থেকে বহিষ্কারাদেশ করা উচিত বলে মনে করি।

একদিন সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আমি একাকী উপলব্ধি করতে চে’ ছিলাম আমার আর্তনাদের চেয়ে কতখানি গভীর সমুদ্রের চাঁপা কান্না

২৯

Re: মাত্র দুটি ম্যাচ ফিক্সিং করার জন্য কি আশরাফুলকে আজীবন নিষিদ্ধ করা হবে?

আমার এক্টু এক্টু মায়া লাগতেসে, কিন্তু আইন সবার ক্ষেত্রে সমান। তাই, দেখি কি করে বোর্ড।

অ.ট- ডেডলক ভাই নিষিদ্ধ কেন ফোরামে? কি হয়েসিল?

৩০

Re: মাত্র দুটি ম্যাচ ফিক্সিং করার জন্য কি আশরাফুলকে আজীবন নিষিদ্ধ করা হবে?