পলাশ মাহমুদ লিখেছেন: স্যারে প্লে-স্টেশন হচ্ছে ৩, কিভাবে কোথা থেকে ডাউনলোড দেব তাও যদি গোবায় একটু বাতাইয়া দিতেন, তাহলে আমি ডাউনলোড করে নিতে পারতাম। ফোরামে তো আবার পাইরেটেড লিংক দেওয়া নিশেধ 
-----------------------------
মড করা মানে কি? বুঝিয়ে বলেন, নাকি স্যারকে জিজ্ঞাসা করলেই উনি বুঝে যাবেন?
জিজ্ঞাসা করার পর যদি না বুঝেন তাহলে তো আমাকে আবার মড মানে বুঝাতে হবে। তাই আগে নিজে জেনে নেই তারপর স্যারকে জিজ্ঞাসা করবো ক্ষন।
হুমম...পিএসথ্রি সম্পর্কে আমার আইডিয়া কম (একেবারে নাই বললেই চলে)। আমার পিএসটু আর পিএসপি আছে।
এই সেরেছে, তাহলে এই জিনিসের মড না হওয়ার সম্ভবনাই বেশী। হলে বেচে যাবেন আর কি। 
মড হল ডিভাইসকে হ্যাক করে পাইরেটেড গেমগুলো চালানোর ব্যবস্থা। পিএস ডিভাইসগুলোতে সাধারণত পাইরেটেড (মানে ১০০-২০০ টাকার ডিভিডি আর কি) গেমগুলো চালানো যায় না, কি জানি সিকিউরিটি অপশন আছে (ডিআরএম টাইপ মনেহয়)। হার্ডওয়্যার বেইজড ও হয়(মডচিপ) আবার সফটওয়্যার বেইজড(কাস্টম ফার্মওয়্যার) ও হয়।
এখানে হ্যাকিং গাইড সম্পর্কে একগাদা লিংক দেয়া আছে : http://www.ps3news.com/forums/ps3-hacks … 12331.html (ব্যান খামু নাতো আবার?
)
বললেই বুঝে যাবার কথা।
না বুঝলে উনি কি টাইপ ডিভিডি কিনেন ওটা জিজ্ঞাসা করে নিয়েন। যদি বলে যে কমদামি ডিভিডি কিনেন অথবা iso সরাসরি ডিভাইসের হার্ডডিক্সে নিয়ে খেলেন তাহলে তাহলে বুঝবেন মড করা।
গেমের সাইজ কিন্তু বিশাল বিশাল।
(example: মেট্রো লাস্ট লাইট iso- ৬ গিগা
) তার উপর কাজ করবে কিনা তার গ্যারান্টি নেই (warez জিনিসের উপর ভরসা নাই)। টরেন্টে পাবেন (জলদস্যুর সাগরে একটা হানা দিয়া দেখেন
)
"Monsters are merely those which cross a certain line. Customs, laws, justice, taboos--They cross those lines, fully aware that they exist."